মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | Madhyamik History Question Answers

 

মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | Madhyamik History Question Answers
মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | Madhyamik History Question Answers


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | Madhyamik History Question Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | Madhyamik History Question Answers

মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | Madhyamik History Question Answers

1. বোম্বাই সুতাকালে ঐতিহাসিক ধর্মঘট পালন করেছিল কারা?

উত্তর:- গিরনি কামগড় ইউনিয়ন

2. ভারতে প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?

উত্তর:- ১৯৫১-৫২ সালে

3. "জয়শ্রী" পত্রিকাটি প্রকাশ করেছিলেন কে?

উত্তর:- লীলা নাগ (রায়)



4. ঊনবিংশ শতাব্দীর নবজাগরণকে ঐতিহাসিক প্রতারনা বলেছেন কে?

উত্তর:- বিনয় ঘোষ

5. হায়দ্রাবাদে ভারতীয় সেনাবাহিনীর অভিযান কী নামে পরিচিত?

উত্তর:- অপারেশন পোলো

6. জমিদার সভার সভাপতি কে ছিলেন?

উত্তর:- রাধাকান্ত দেব

7. পশ্চিম ভারতে দলিত আন্দোলনের পথ প্রদর্শক কে ছিলেন?

উত্তর:- জ্যোতিবা ফুলে

8. সাধারন জনশিক্ষা কমিটি গঠিত হয় কত সালে?

উত্তর:- ১৮২৩ সালে

9. ধরসানা লবণ গোলা সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন কে?

উত্তর:- সরোজিনী নাইডু

10. অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা উল্লেখযোগ্য চিত্র কোনটি?

উত্তর:- ভারতমাতা।

আরও পড়ুন:- 

মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর- Click Here


Previous Post Next Post