18th June 2024 Current Affairs in Bengali Quiz | 18th জুন 2014 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

18th June 2024 Current Affairs in Bengali Quiz | 18th জুন 2014 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
18th June 2024 Current Affairs in Bengali Quiz | 18th জুন 2014 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 18th June 2024 Current Affairs in Bengali Quiz | 18th জুন 2014 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 18th June 2024 Current Affairs in Bengali Quiz | 18th জুন 2014 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




18th June 2024 Current Affairs in Bengali Quiz | 18th জুন 2014 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স     


1. ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ হয়ে উঠেছে কোনটি?

উত্তর:- রাশিয়া

2. বিশ্বে তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশ হয়ে উঠেছে কোনটি?

উত্তর:- ভারত


3. PNB MetLife -এর MD এবং CEO পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- সমীর বানসাল

4. গ্রামীণ উন্নয়ন দপ্তরের ডিরেক্টর পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- রাজ প্রিয় সিং

5. ভারতের কোথায় গ্লোবাল ইকোনমিক সেন্টার তৈরি করতে চলেছে Reliance Industries?

উত্তর:- নবী মুম্বাই

6. সম্প্রতি কোন রাজ্যের চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন নীরব কুমার প্রসাদ?

উত্তর:- অন্ধ্র প্রদেশ


7. Arun III নামক নতুন জল বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন কোন দেশের প্রধানমন্ত্রী?

উত্তর:- নেপাল

8. সম্প্রতি কোন দেশের সাথে JIMEX-24 নামে নৌসেনা অনুশীলন শুরু করলো ভারত?

উত্তর:- জাপান

9. 2025 FIH Hockey Men’s Junior World Cup হোস্ট করতে চলেছে কোন দেশ?

উত্তর:- ভারত

10. সম্প্রতি কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মোহন চরণ মাঝি?

উত্তর:- ওড়িশা। 


আরও পড়ুন:- 17th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post