ভারতের মন্ত্রিপরিষদের গঠন | Composition of the Cabinet of India

 

ভারতের মন্ত্রিপরিষদের গঠন | Composition of the Cabinet of India
ভারতের মন্ত্রিপরিষদের গঠন | Composition of the Cabinet of India 


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতের মন্ত্রিপরিষদের গঠন | Composition of the Cabinet of India . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের মন্ত্রিপরিষদের গঠন | Composition of the Cabinet of India




ভারতের মন্ত্রিপরিষদের গঠন | Composition of the Cabinet of India  

উত্তর:- রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করতে হয়। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। [৭৫ (১) ধারা]। মন্ত্রীদের পার্লামেন্টের যে-কোন একটি কক্ষের সদস্য হতে হয়। পার্লামেন্টের সদস্য নন এমন কোন ব্যক্তিও মন্ত্রী হিসাবে নিযুক্ত হতে পারেন।


তবে তাঁকে ছ'মাসের মধ্যে পার্লামেন্টের যে-কোন কক্ষে নির্বাচিত হতে হয়; অন্যথায় তাঁকে পদত্যাগ করতে হয়। মন্ত্রিসভার সদস্য হওয়ার জন্য আর কোন বিশেষ যোগ্যতার প্রয়োজন হয় না। ২০০৩ সালে সম্পাদিত সংবিধানের ৯১৩ তম সংশোধনী আইনের ১৬৪ (১ ক) ধারায় বলা হয়েছে যে, মুখ্যমন্ত্রীসমেত রাজ্যের মন্ত্রিসভার সদস্যসংখ্যা সেই রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যার ১৫ শতাংশের অধিক হবে না। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর আমল থেকেই মন্ত্রিসভায় তিন শ্রেণীর মন্ত্রী থাকেন। প্রথম শ্রেণীর মন্ত্রিগণ হলেন ক্যাবিনেট মন্ত্রী।


সাধারণতঃ মন্ত্রিসভার প্রধান ও অভিজ্ঞ সদস্যদের নিয়ে ক্যাবিনেট গঠিত হয়। দ্বিতীয় শ্রেণীর মন্ত্রীদের রাষ্ট্রমন্ত্রী বলা হয়। এঁরা ক্যাবিনেটের সদস্য নন। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর সংক্রান্ত বিষয়াদির আলোচনার প্রাক্কালে ক্যাবিনেটের বৈঠকে যোগদানের জন্য এঁদের আহ্বান করা হয়। রাষ্ট্রমন্ত্রীদের উপর স্বাধীনভাবে কোন দপ্তরের দায়িত্ব ন্যস্ত থাকতে পারে; আবার কোন ক্যাবিনেট মন্ত্রীর অধীনেও রাষ্ট্রমন্ত্রী থাকতে পারেন। গুরুত্ব ও মর্যাদার দিক থেকে উপমন্ত্রিগণ হলেন তৃতীয় শ্রেণীভুক্ত।


টীকা- রাজ্যসভার গঠন (Composition of Rajya Sabha).

উত্তর:- রাজ্যসভা অনধিক ২৫০ জন সদস্য নিয়ে গঠিত হয় (৮০ ধারা)। এদের মধ্যে ১২ জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। সাহিত্য, বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে রাষ্ট্রপতি এই ১২ জন সদস্যকে মনোনীত করেন। তবে সব সময়ই ১২ জন সদস্যকে মনোনীত করা হয় বা করতে হয় তা নয়। ১২ জনের কম সদস্যকেও রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন।


সাধারণতঃ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই মনোনয়ন কার্য সম্পাদন করেন। বাকি অনধিক ২৩৮ জন সদস্য ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হন। এই নির্বাচন পরোক্ষভাবে অনুষ্ঠিত হয়। বর্তমানে রাজ্যসভার মোট সদস্যসংখ্যা হল ২৪৫। অঙ্গরাজ্যের প্রতিনিধিগণ সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন। এক হস্তান্তরযোগ্য ভোটের দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি অনুসারে এই নির্বাচন সম্পাদিত হয় [৮০ (৪) ধারা]। তাই, মার্কিন সংবিধানের মতো, এখানে অঙ্গরাজ্যের সম প্রতিনিধিত্ব ও প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা নেই।


Previous Post Next Post