মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | Madhamik History Questions Answers in Bengali

 

মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | Madhamik History Questions Answers in Bengali
মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | Madhamik History Questions Answers in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | Madhamik History Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | Madhamik History Questions Answers in Bengali।




মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | Madhamik History Questions Answers in Bengali

1. 'স্কুল বুক সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেছিলেন?


উত্তর:- ডেভিড হেয়ার


2. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন?


উত্তর:- গিরিশচন্দ্র ঘোষ


3. ওয়ারেন হেস্টিংসের শিক্ষানীতিটি লেখো।


উত্তর:- প্রাচ্যবাদী


4. 'বামাবোধিনী’ একটি কীসের নাম?


উত্তর:- মাসিক পত্রিকা


5. জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল কত খ্রীস্টাব্দে? 


উত্তর:- ১৮২৩ খ্রিস্টাব্দে


6. 'হুতোম পেঁচার নকশা’ কে রচনা করেছিলেন?


উত্তর:- কালীপ্রসন্ন সিংহ


7. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিল?


উত্তর:- জেমস উইলিয়াম কোলভিল


8. কোন বাঙালি ছাত্র সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন?


উত্তর:- মধুসূদন গুপ্ত


9. গ্রামবার্তা প্রকাশিকা’ র সম্পাদক কে ছিলেন?


উত্তর:- হরিচরণ মজুমদার


10. ভারতে ‘পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা’ বলা হয়ে থাকে কাকে?


উত্তর:- উডের ডেসপ্যাচকে


11. 'নীলদর্পণ’ নাটকটির লেখক কে ছিলেন?


উত্তর:- দীনবন্ধু মিত্র


12. 'নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ কে করে ছিলেন? 


উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত


13. যে আইন পাশ করে সতীদাহপ্রথা রদ করা হয়েছিল, সেটি কী ছিল?


উত্তর:- সপ্তদশ বিধি


14.উনিশ শতকের বাংলার নবজাগরণকে কোন শ্রেণির মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল?


উত্তর:- মধ্যবিত্ত


15. ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজ কোনটি ছিল?


উত্তর:- বিটন


16. ব্রাক্ষ্মসমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে?


উত্তর:- রামমোহন রায়


17. পাশ্চাত্য শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজির সঙ্গে মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে কার প্রতিবেদনে?


উত্তর:- অকল্যান্ডের প্রতিবেদনে


18. 'মেকলে মিনিটস’ প্রকাশিত হয় কত খ্রীস্টাব্দে?


উত্তর:- ১৮৩৫ খ্রিস্টাব্দে


19. ‘উডের ডেসপ্যাচ’ প্রকাশিত হয় কত খ্রীস্টাব্দে?


উত্তর:- ১৮৫৪ খ্রিস্টাব্দে


20. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রীস্টাব্দে?


উত্তর:- ১৭৮৪ খ্রিস্টাব্দে


21. কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রীস্টাব্দে?


উত্তর:- ১৮৩৫ খ্রিস্টাব্দে


22. নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে?


উত্তর:- কেশবচন্দ্র


23. 'হুতোম পেঁচা’ কার ছদ্মনাম ছিল?


উত্তর:- কালীপ্রসন্ন সিংহের


24. কাদের উদ্যোগে ‘পার্থেনন’ নামে সাপ্তাহিক ইংরেজি পত্রিকা প্রকাশ করা হয়?


উত্তর:- নব্যবঙ্গ গোষ্ঠীর


25. বামাবোধিনী পত্রিকার সঙ্গে যুক্ত একজন লেখিকার নাম উল্লেখ করো।


উত্তর:- ঊষা প্রভা দত্ত


26. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?


উত্তর:- ওয়েলেসলি


27. কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল?


উত্তর:- ১৮১৭ খ্রিস্টাব্দে


28. কত খ্রিস্টাব্দে সতীদাহপ্রথাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল?


উত্তর:- ১৮২৯ খ্রিস্টাব্দে


29. কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?


উত্তর:- মেকলে


30. বিধবাবিবাহ আইন কত খ্রীস্টাব্দে পাশ হয়?


উত্তর:- ১৮৫৬ খ্রিস্টাব্দে


31. কত খ্রীস্টাব্দে মেকলে মিনিট পেশ হয়েছিল?


উত্তর:- ১৮৩৫ খ্রিস্টাব্দে।

 

আরও পড়ুন:- 150+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post