ভারতের শিল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Industries of India Questions Answers in Bengali

 

ভারতের শিল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Industries of India Questions Answers in Bengali
ভারতের শিল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Industries of India Questions Answers in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতের শিল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Industries of India Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের শিল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Industries of India Questions Answers in Bengali।




ভারতের শিল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Industries of India Questions Answers in Bengali

 1. কার্পাস বয়ন শিল্প প্রথম গড়ে ওঠে কত সালে?


উত্তর:- 1818 সালে (ঘুষুড়ি, কলকাতা)


2. পাট শিল্প প্রথম গড়ে ওঠে কত সালে?


উত্তর:- 1855 সালে (রিষড়া)


3. ভারতে চিনি শিল্প প্রথম গড়ে ওঠে কত সালে?


উত্তর:- 1900 সালে (বিহার)


4. সিমেন্ট শিল্প প্রথম গড়ে ওঠে কত সালে?


উত্তর:- 1904 সালে (চেন্নাই)


5. লৌহ-ইস্পাত শিল্প প্রথম গড়ে ওঠে কত সালে?


উত্তর:-  1907 সালে (জামসেদপুর)


6. কাগজ শিল্প প্রথম গড়ে ওঠে কত সালে?


উত্তর:- 1812 সালে (শ্রীরামপুর)


7. বাই সাইকেল শিল্প প্রথম গড়ে ওঠে কত সালে? 


উত্তর:-  1938 সালে (কলকাতা)


8. ভারতে প্রথম ডাক পরিষেবা শুরু হয় কত সালে?


উত্তর:- 1837 সালে


9. প্রথম ডাক টিকিট চালু হয় কত সালে?


উত্তর:- 1852 সালে


10. ভারতে প্রথম ডাকবিভাগ স্থাপিত কত সালে?


উত্তর:- 1854 সালে


11. প্রথম সর্বভারতীয় ডাকটিকিট চালু হয় কত সালে?


উত্তর:- 1854 সালে


12. ডাক পরিষেবা প্রথম মানি অর্ডার ব্যবস্থা চালু হয় কত সালে?


উত্তর:- 1880 সালে


13. প্রথম ডাকসঞ্চয় ব্যাঙ্ক প্রকল্প চালু হয় কত সালে?


উত্তর:- 1882 সালে


14. এয়ারসেল পরিসেবা চালু হয় কত সালে?


উত্তর:- 1911 সালে।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post