সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 16th October 2024 Current Affairs in Bengali Quiz | 16th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 16th October 2024 Current Affairs in Bengali Quiz | 16th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
16th October 2024 Current Affairs in Bengali Quiz | 16th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "বিশ্ব খাদ্য দিবস" (World Food Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 16th অক্টোবর
2. সম্প্রতি জার্মানিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে?
উত্তর:- অজিত বিনায়ক।
3. মাইক্রো RNA আবিষ্কারের জন্য 2024 সালে মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার পেলেন কোন দুই বিজ্ঞানী?
উত্তর:- অ্যামব্রুস ও রুভকুন।
4. সম্প্রতি RBI -এর ডেপুটি গভর্নর পদে নিযুক্ত হয়েছেন কে?
উত্তর:- রাজেশ্বর রাও
5. ফ্রান্সে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন
উত্তর:- সঞ্জীব কুমার সিংলা।
6. সম্প্রতি BCCI's Anti-Corruption Unit (ACU) -এর চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
উত্তর:- কিরণ বেদী।
7. সম্প্রতি কোন রাজ্য সরকার নারী শিক্ষার উন্নতির জন্য ‘নিজুত ময়না’ নামক স্কিম লঞ্চ করেছে?
উত্তর:- আসাম সরকার।
8. 2025 সালে 38 তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে কোন রাজ্যে?
উত্তর:- উত্তরাখন্ডে।
9. World Test Championship (WTC)-এ ৫০০০ রান পূর্ণ করা প্রথম ব্যাটসম্যান কে হয়েছেন?
উত্তর:- ইংল্যান্ডের জো রুট।
10. World Pickleball Championship 2024 হোস্ট করতে চলেছে কোন দেশ?
উত্তর:- ভারত।
আরও পড়ুন:- 15th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স