সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 5th March 2025 Current Affairs in Bengali Quiz | 5th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 5th March 2025 Current Affairs in Bengali Quiz | 5th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
5th March 2025 Current Affairs in Bengali Quiz | 5th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি SBI Life Insurance –এর Deputy CEO হিসেবে নিযুক্ত হলেন কে?
উত্তর:- ডোরাবাবু দাপার্টি।
2. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী "One Nation-One Port (ONOP) উদ্যোগ চালু করলেন?
উত্তর:- সর্বানন্দ সোনোয়াল
3. চাঁদে জলের সন্ধানে Lunar Trailblazer Satellite উৎক্ষেপণ করলো কোন মহাকাশ সংস্থা?
উত্তর:- NASA.
4. সম্প্রতি চেন্নাই বিমানবন্দরে UDAN Yatri Cafe -এর উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?
উত্তর:- রাম মোহন নাইডু
5. সম্প্রতি কোন রাজ্যে Nyokum Yullo উৎসব পালিত হলো?
উত্তর:- অরুণাচল প্রদেশে
6. সম্প্রতি কোন রাজ্য সরকার স্কুল ছাত্রদের দুর্ঘটনা বীমা প্রদানের জন্য Shiksha Sanjeevani Bima Yojana চালু করলো?
উত্তর:- রাজস্থান
7. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী গুজরাটের বেট দ্বারকায় কী নামে একটি সেনা মহড়া পরিচালনা করলো?
উত্তর:- Jal-Thal-Raksha 2025
8. ওড়িশার পুরীতে 9th National Health Mission Summit -এর উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী?
উত্তর:- জগৎ প্রকাশ নাড্ডা
9. সম্প্রতি 'Diyaslai' শিরোনামে কার আত্মজীবনী প্রকাশিত হলো?
উত্তর:- কৈলাশ সত্যার্থীর আত্মজীবনী
10. সম্প্রতি প্রকাশিত "Global Approval Ratings 2025" -এ শীর্ষে রয়েছেন কে?
উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন:- 4th মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স