18th April 2025 Current Affairs in Bengali Quiz | 18th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

18th April 2025 Current Affairs in Bengali Quiz | 18th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
18th April 2025 Current Affairs in Bengali Quiz | 18th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 18th April 2025 Current Affairs in Bengali Quiz | 18th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 18th April 2025 Current Affairs in Bengali Quiz | 18th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।



18th April 2025 Current Affairs in Bengali Quiz | 18th এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. খেলো ইন্ডিয়া যুব গেমস (KIYG) 2025 -এর ম্যাসকটের নাম কী?

উত্তর:- গজসিংহ

2. সম্প্রতি ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়লাভ করলেন?

উত্তর:- ড্যানিয়েল নোবোয়া


3. AIKEYME 2025 -এ অংশগ্রহণকারী নয়টি আফ্রিকান দেশের মধ্যে কোন দেশটি স্থান পায়নি?

উত্তর:- ঘানা

4. ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- ভূষণ রামকৃষ্ণ গাভাই


5. ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের অ্যাথলেটস কমিশনের চেয়ারপার্সন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- মীরাবাই চানু

6. 2025 সালের মার্চ মাসের জন্য ICC পুরুষদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে?

উত্তর:- শ্রেয়াস আইয়ার

7. ভারত-উজবেকিস্তানের যৌথ সামরিক মহড়া ডাস্টলিক-VI কোথায় পরিচালিত হচ্ছে?

উত্তর:- পুনে


8. সম্প্রতি খবরে আসা মাউন্ট লেওটোবি আগ্নেয়গিরি, কোন দেশে অবস্থিত?

উত্তর:- ইন্দোনেশিয়া

9. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন দেশে 'সিটি কি অফ অনার' পুরস্কারে সম্মানিত হয়েছেন?

উত্তর:- পর্তুগাল

10. সম্প্রতি প্রকাশিত 2025 সালের নোমাড ক্যাপিটালিস্ট পাসপোর্ট সূচকে শীর্ষে স্থান পেয়েছে কোন দেশ?

উত্তর:- আয়ারল্যান্ড।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF


Previous Post Next Post