সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Geography Important Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Geography Important Questions Answers।
ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Geography Important Questions Answers
1. পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে কোথায়?
উত্তর:- ট্রামবেতে
2. ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় কোন রাজ্যে?
উত্তর:- পশ্চিমবঙ্গে
3. ভারতের ম্যানচেস্টার বলা হয়-
উত্তর:- আমদাবাদ
4. ভারতের রূঢ় বলা হয় কোন শহকে?
উত্তর:- দুর্গাপুরকে
5. যে শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় সেটি হল –
উত্তর:- পেট্রোরসায়ন শিল্প
6. পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন কারখানাটি কোথায় অবস্থিত?
উত্তর:- হলদিয়ায়।
7. ইস্পাত দৃঢ় করার জন্য ব্যবহৃত হয় কোন ধাতু?
উত্তর:- ম্যাঙ্গানিজ
8. ভারতের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্র কোনটি?
উত্তর:- ভিলাই
9. কোন্ শিল্পকে সব শিল্পের মূল বলা হয়?
উত্তর:- লোহা ও ইস্পাত
10. কোন শিল্পকে সূর্যোদয় শিল্প বলা হয়ে থাকে?
উত্তর:- পেট্রোরসায়ন
11. কয়েকটি ভারী ইনজিনিয়ারিং শিল্পের নাম উল্লেখ করো।
উত্তর:- মোটরগাড়ি, বৃহদায়তন যন্ত্রপাতি
12. বাণিজ্য বায়ু কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- আয়নবায়ুকে।
13. ব্যারােমিটারে 75.01 সেমি পারদ উচ্চতাকে কত হিসাবে ধরা হয় ?
উত্তর : 1000 মিলিবার।
14. বাদল মেঘ নামে পরিচিত কোন মেঘ?
উত্তর : নিম্বাস / নিম্মােস্ট্যাটাস ।
15. শীতকালে সাধারনতঃ কোন মেঘে বৃষ্টিপাত হয়?
উত্তর : স্ট্র্যাটোকিউমুলাস।
16. রাজমহল পাহাড় কোন শিলা দ্বারা গঠিত ?
উত্তর : গ্রানাইট।
17. নাথুলা কি ?
উত্তর : গিরিপথ ।
18. তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ?
উত্তর : চীন ।
19. ফারাক্কা বাঁধ কোন কোন নদীর জল নিয়ন্ত্রণ করে?
উত্তর : গঙ্গা ও পদ্মার মধ্যে ।
20. টোডা উপজাতি কে কোন অঞ্চলে দেখা যায়?
উত্তর : নীলগিরি পার্বত্য অঞ্চলে ।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF
