বাংলা জেনারেল নলেজ প্রশ্নোত্তর | Bengali General Knowledge Question Answer

 

বাংলা জেনারেল নলেজ প্রশ্নোত্তর | Bengali General Knowledge Question Answer
বাংলা জেনারেল নলেজ প্রশ্নোত্তর | Bengali General Knowledge Question Answer


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি বাংলা জেনারেল নলেজ প্রশ্নোত্তর | Bengali General Knowledge Question Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা জেনারেল নলেজ প্রশ্নোত্তর | Bengali General Knowledge Question Answer

বাংলা জেনারেল নলেজ প্রশ্নোত্তর | Bengali General Knowledge Question Answer

1. ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম উল্লেখ করো।

উত্তর:- গডউইন অস্টিন

2. ভারতের উচ্চতম স্তম্ভের (মিনার) নাম উল্লেখ করো।

উত্তর:- কুতুব মিনার

3. “বিহু”- কোন রাজ্যের লোকনৃত্য?

উত্তর:- অসমের

4. সুন্দরীর স্বাসমূল কোন ধরনের চলনের উদাহরণ?

উত্তর:- জিওট্রপিক চলন

5. “সাইলেন্স ভ্যালি ন্যাশনাল পার্ক”- ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর:- কেরালা

6. গমনে অক্ষম একটি প্রাণীর নাম?

উত্তর:- সাগর কুসুম

7. টেলিফোন কে আবিষ্কার করেছিলেন?

উত্তর:- গ্রাহাম বেল

8. প্রাচীন সভ্যতাগুলির মধ্যে কোনটি ভারতের প্রাচীনতম সভ্যতা?

উত্তর:- মেহেরগড় সভ্যতা

9. স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন?

উত্তর:- জেমস ওয়াট

10. হরপ্পায় কে সর্ব প্রথম খননকার্য চালিয়েছিলেন?

উত্তর:- দয়ারাম সাহানি।


Previous Post Next Post