ইতিহাস জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | History GK Questions Answer
1. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- দেবেন্দ্রনাথ ঠাকুর।
2. "স্বরাজ আমার জন্মগত অধিকার" - এই বিখ্যাত উক্তিটি কার?
উত্তর:- বালগঙ্গাধর তিলকের।
3. সত্যশোধক সমাজ কে স্থাপন করেছিলেন?
উত্তর:- জ্যোতিবা ফুলে।
4. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কার দ্বারা গঠন হয়েছিল?
উত্তর:- রাসবিহারী বসু।
5. ভারতের রক্ষাকর্তা কোন শাসককে বলা হয়ে থাকে?
উত্তর:- স্কন্দগুপ্ত কে।
6. গদর শব্দের অর্থ উল্লেখ করো?
উত্তর:- বিপ্লব।
7. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন?
উত্তর:- বল্লাল সেন।
8. ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম উল্লেখ করো?
উত্তর:- বেঙ্গল গেজেট।
9. সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুটির ব্যবহার জানতো না?
উত্তর:- লোহার ব্যবহার জানত না।
10. হুমায়ুননামা কে রচনা করেছিলেন?
উত্তর:- গুলবদন বেগম।
11. আর্য সমাজ কে প্রতিষ্ঠাতা করেছিল?
উত্তর:- স্বামী দয়ানন্দ সরস্বতী।
12. চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
উত্তর:- 1539 খ্রিস্টাব্দে।
13. মনসবদারি প্রথা কোন মোগল সম্রাট প্রবর্তিত করেন?
উত্তর:- আকবর।
14. Indian Republican Army (ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি) - কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- সূর্যসেন।
15. বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর কত সালে সংগঠিত হয়েছিল?
উত্তর:- ১১৭৬ বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজির ১৭৭০ খ্রিস্টাব্দে।
16. কোন বিখ্যাত মোগল সম্রাট 'ফতেপুর সিক্রি' প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- আকবর।
17. বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- রাজা রামমোহন রায় কে।