মানবদেহ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Human Body GK Questions Answers

 

মানবদেহ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Human Body GK Questions Answers
মানবদেহ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Human Body GK Questions Answers


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মানবদেহ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Human Body GK Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মানবদেহ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Human Body GK Questions Answers



.Join Telegram Channel-Click Here.


মানবদেহ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Human Body GK Questions Answers

1. একজন মানুষের কয়টি প্রথাগত ইন্দ্রিয় আছে?

উত্তর:- 5টি

2. মানুষের কতটি ঘাম গ্রন্থি আছে?

উত্তর:- 2 মিলিয়ন



3. একজন প্রাপ্তবয়স্ক মহিলার জন্য দৈনিক প্রস্তাবিত ক্যালোরি গ্রহণের পরিমাণ কত?

উত্তর:- 2,000

4. পরাগ থেকে অ্যালার্জির প্রতিক্রিয়ায় শরীরে যে পদার্থটি অতিরিক্ত উৎপাদন করে তার নাম কী?

উত্তর:- হিস্টামিন



5. জীবদেহ থেকে স্বাধীনভাবে সংশ্লেষিত প্রথম জৈব পদার্থ?

উত্তর:- ইউরিয়া

6. শিশুর জন্মের সময় তাদের কতটি হাড় থাকে?

উত্তর:- 300

7. রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে কম হওয়াকে কী বলে?

উত্তর:- হাইপোগ্লাইসেমিয়া।

8. শরীরের কোথায় একটি স্যাডল জয়েন্ট আছে?

উত্তর:- থাম্ব

9. পুরুষদের মধ্যে কোন গ্রন্থি পাওয়া যায় কিন্তু মহিলাদের মধ্যে নয়?

উত্তর:- প্রোস্টেট

10. রেনাল বলতে শরীরের কোন অংশকে বোঝায়?

উত্তর:- কিডনি।


Previous Post Next Post