আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর | Modern Indian History Questions Answers

 

আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর | Modern Indian History
আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর | Modern Indian History Questions Answers


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর | Modern Indian History Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর | Modern Indian History Questions Answers



.Join Telegram Channel-Click Here.


আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর | Modern Indian History Questions Answers

1. 'Do or Die' কার বিখ্যাত স্লোগান?

উত্তর:-  মহাত্মা গান্ধী

2. ইংরেজরা ভারতে তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল কোথায়?

উত্তর:- সুরাট



3. কত সালে প্রথম 26 জানুয়ারী স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?

উত্তর:- 1930



4. বাংলার চিরস্থায়ী রাজস্ব বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন কে?

উত্তর:-  লর্ড কর্নওয়ালিস

5. কে বলেছিলেন, "মধ্যরাতের আঘাতে, যখন বিশ্ব ঘুমায়, ভারত জীবন ও স্বাধীনতার জন্য জেগে ওঠে"?

উত্তর:- জওহরলাল নেহরু

6. ভারতে প্রথম ইংরেজি সংবাদপত্র কে শুরু করেন?

উত্তর:- জে.এ.  হিকি

7. কোন গভর্নর-জেনারেলের শাসনামলে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুক্ত হয়েছিল?

উত্তর:- লর্ড ডালহৌসি

8. কাকে 'মরুভূমির শিয়াল' বলা হয়?

উত্তর:-  জেনারেল রোমেল

9. 'ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক' কাকে বলা হয়?

উত্তর:- A.O.  হিউম

10. 1916 খ্রিস্টাব্দে মাদ্রাজে হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর:- মিসেস অ্যানি বেসান্ট।

11. ভারতের গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন?

উত্তর:- স্যার বি.এন.  রাউ

12. স্বাধীন ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?

উত্তর:-  জি.ভি.  মাভালঙ্কার।


Previous Post Next Post