সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি সিন্ধু সভ্যতা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Indus Valley Civilization Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সিন্ধু সভ্যতা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Indus Valley Civilization Questions Answers।
.Join Telegram Channel-Click Here.
সিন্ধু সভ্যতা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Indus Valley Civilization Questions Answers
১. মহেঞ্জোদারো শহরটি কে কত খ্রীস্টাব্দে আবিষ্কার করেছিলেন?
উত্তর:- রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ১৯২২ খ্রীস্টাব্দে।
২. সিন্ধু সভ্যতায় বৃহৎ শস্যাগার পাওয়া গিয়েছে কোথায়?
উত্তর:- হরপ্পা।
৩. সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত হওয়া কেন্দ্র কোনটি?
উত্তর:- হরপ্পা।
৪. সিন্ধু সভ্যতার ধান চাষের নিদর্শন মিলেছে কোথায়?
উত্তর:- লোথাল।
৫. সিন্ধু সভ্যতার পোতাশ্রয় পাওয়া গিয়েছে কোথায়?
উত্তর:- লোথাল।
৬. হরপ্পা শহরটি কে প্রথম আবিষ্কার করেছিলেন?
উত্তর:- দয়ারাম সাহানি।
৭. হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল?
উত্তর:- রাভি।
৮. সিন্ধু সভ্যতার মানুষেরা কোন দেবতার পূজা করতো বলে মনে করা হয়?
উত্তর:- পশুপতি বা আদি শিব।
৯. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা বলে পরিচিত?
উত্তর:- তাম্র প্রস্তর যুগের।
১০. সিন্ধু সভ্যতার নামকরণ করেছিলেন কে?
উত্তর:- স্যার জন মার্শাল।
১১. সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না বলে মনে করা হয়?
উত্তর:- লোহা।
১২. সিন্ধু সভ্যতার কোন স্থানটিতে কোনোরকম দুর্গের নিদর্শন পাওয়া যায়নি?
উত্তর:- চানহুদারো।
১৩. সিন্ধু সভ্যতার লেখার পদ্ধতিকে কি কী নামে পরিচিত?
উত্তর:- বুস্ট্রোফেডন।
১৪. সিন্ধু সভ্যতার উত্তরতম কেন্দ্রটির নাম কি?
উত্তর:- মান্ডা।
১৫. মহেঞ্জোদারো শহরটি কোথায় অবস্থিত?
উত্তর:- সিন্ধু প্রদেশের লারকানা জেলায়।
১৬. সিন্ধু সভ্যতার কোথায় ঘোড়ার অস্থিত্ব পাওয়া গিয়েছে?
উত্তর:- কালিবঙ্গান।
১৭. স্বাধীন ভারতের প্রথম আবিষ্কৃত কেন্দ্রটির নাম কী উল্লেখ করো।
উত্তর:- রোপার।
১৮. সিন্ধু সভ্যতার পশ্চিমতম কেন্দ্রটির নাম কী উল্লেখ করো।
উত্তর:- সুৎকাজেনদোর।
১৯. কালিবঙ্গান শহরটি কার দ্বারা আবিষ্কার হয়েছিল?
উত্তর:- বি.বি.লাল।
২০. কালিবঙ্গান শব্দের অর্থ উল্লেখ করো?
উত্তর:- কালো বালা।
২১. হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:- রাভি।