সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মৌর্য সাম্রাজ্যের প্রশ্ন উত্তর | Mauryan Empire Questions Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মৌর্য সাম্রাজ্যের প্রশ্ন উত্তর | Mauryan Empire Questions Answer।
.Join Telegram Channel-Click Here.
মৌর্য সাম্রাজ্যের প্রশ্ন উত্তর | Mauryan Empire Questions Answer
1. মৌর্যবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্য
2. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে এসেছিলেন?
উত্তর:- মেগাস্থিনিস
3. ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- মেগাস্থিনিস
4. অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- কৌটিল্য বা চানক্য
5. সুদর্শন হ্রদ কে খনন করেছিলেন?
উত্তর:- পুস্পগুপ্ত
6. চন্দ্রগুপ্ত মৌর্য কার নিকট জৈন ধর্ম গ্রহন করেছিলেন?
উত্তর:- ভদ্রবাহু
7. চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে কে বসেছিলেন?
উত্তর:- বিন্দুসার
8. কে ‘অমিত্রঘাত’ নামে পরিচিত ছিলেন?
উত্তর:- বিন্দুসার
9. আজিবক কোন রাজার সভাসদ ছিলেন?
উত্তর:- বিন্দুসার
10. গ্রীক দূত ডেইমাকাস ও ডিওনিসিয়াস কার রজসভায় এসেছিলেন?
উত্তর:- বিন্দুসার।