সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Madhamik Bengali important Question Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Madhamik Bengali important Question Answer।
.Join Telegram Channel-Click Here.
মাধ্যমিক বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Madhamik Bengali important Question Answer
1. রাবণের কথায় কুম্ভকর্ণের দেহ কোথায় পড়ে থাকার কথা বলা হয়েছে?
উত্তর:- সিন্ধুতীরে
2. সন্ন্যাসী একমাত্র কাকে তাঁর পায়ের ধুলো দিয়েছেন?
উত্তর:- জগদীশ বাবুকে
3. সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশ বাবু কত টাকার ক'টি নোট দিয়েছিলেন বলে জানা যায়?
উত্তর:- একশো টাকার একটি নোট
4. ‘অভিষেক’ কাব্যাংশটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে?
উত্তর:- মেঘনাদবধ কাব্য
5. 'হরির কাণ্ড' - এখানে বক্তা কে?
উত্তর:- দোকানদার
6. রাবণের যুদ্ধসজ্জার বর্ণণায় কোন তথ্যটি সঠিক নয়?
উত্তর:- হুঙ্কারিছে গজ
7. 'সে ঝোলার ভিতরে শুধু একটা বই' - ঝোলার ভেতরে কোন বই থাকার কথা বলা হয়েছে?
উত্তর:- গীতা
8. জগদীশ বাবু সন্ন্যাসীকে টাকাটি দিয়েছিলেন তাঁর কোথায়?
উত্তর:- ঝোলায়
9. 'একাসনে বসে লিখেও ফেলল আস্ত একটা গল্প' – তপন গল্পটা কোথায় বসে লিখেছিল?
উত্তর:- তিনতলার সিঁড়িতে
10. 'হায় ! পুত্র, কি আর কহিব' - এখানে বক্তা কে?
উত্তর:- অম্বুরাশি-সূতা।