মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | Madhamik Bengali question Answers

 

মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | Madhamik Bengali question Answers


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | Madhamik Bengali question Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | Madhamik Bengali question Answers



.Join Telegram Channel-Click Here.


মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | Madhamik Bengali question Answers

1. 'সেই হোক তোমার সভ্যতার শেষ --------'। শূন্যস্থান পূরণ কর।

উত্তর:- পুণ্যবাণী

2. মানুষ হিসেবে জগদীশ কেমন ছিলেন?

উত্তর:- ধনী কিন্তু কৃপণ



3. জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী এসে কতদিন ছিলেন বলে জানা যায়?



উত্তর:- সাতদিন

4. স্কুলের মাষ্টার পুলিশ সাজা হরিকে কত টাকা ঘুষ দিয়েছিলেন বলে জানা যায়?

উত্তর:- আট আনা

5. চকের বাস ষ্ট্যাণ্ডের কাছে কোন সময় একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল?

উত্তর:- দুপুর বেলা

6. 'কোথা প্রাণসখে রাখি এ দাসীরে' - বাক্যটিতে কে নিজেকে 'দাসী' বলে উল্লেখ করেছে?

উত্তর:- প্রমীলা

7. ব্রোঞ্জের শলাকাটির পোশাকি নাম কী?

উত্তর:- স্টাইলাস

8. 'এইবার সরে পড়ো। অন্যদিকে যাও' - একথা বলে কে হরিকে ধমক দেয়?

উত্তর:- কাশীনাথ

9. 'বড়ো মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব?' 'বড়ো মানুষ'টি কে ছিলেন?


উত্তর:- জগদীশ বাবু

10. সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশ বাবু কত টাকা দিয়েছিলেন?

উত্তর:- একশো টাকা।


Previous Post Next Post