WBCS গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | WBCS Important Questions Answers
1. পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানারেখা প্রায় কত কিমি?
উত্তর:- 2272
2. স্ট্যালাকটাইট দেখতে পাওয়া যায় কোন অঞ্চলে?
উত্তর:- পলিগঠিত অঞ্চলে
3. ফ্লুরোসিস রোগের ক্ষতিগ্রস্ত হয় মানবদেহের কোন অঙ্গ?
উত্তর:- দাঁত ও হাড়
4. সিন্ধু সভ্যতা ছিল কী ধরনের সভ্যতা?
উত্তর:- নগরভিত্তিক সভ্যতা
5. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বিচারব্যবস্থা কোন হাইকোর্ট থেকে পরিচালিত হয়?
উত্তর:- কলকাতা হাইকোর্ট
6. কোন দেশের সহায়তায় প্রায় ১৫০টি গ্রামকে ‘Villages of Excellence’-এ পরিনত করতে চলেছে ভারত?
উত্তর:- ইজরায়েল
7. ইনভেস্ট এবং মার্কেট ট্র্যাক করার জন্য ‘Pops’ নামে মেসেঞ্জার চালু করেছে কোন কোম্পানী?
উত্তর:- Paytm
8. বাংলায় ব্রিটিশ শাসনের প্রথম ভাগ কত সালে শুরু হয়েছিল?
উত্তর:- 1905 সালে
9. বিশ্ববানিজ্য সংস্থা কত খ্রীস্টাব্দে গঠিত হয়েছিল?
উত্তর:- ১৯৯৫ খ্রীস্টাব্দে ১লা জানুয়ারী
10. সৎনামী বিদ্রোহ কোন মুঘল সম্রাটের আমলে হয়েছিল?
উত্তর:- ঔরঙ্গজেব
11. পশ্চিমবাংলায় শিক্ষার হার কত শতাংশ?
উত্তর:- ৭৬.২৬%
12. গান্ধীজীর ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোন স্থানে হয়েছিল?
উত্তর:- চম্পারণ
13. ভারতের কমিউনিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- তাসখন্ড
14. টোটো নামক আদিম জনগোষ্ঠী দেখা যায় কোন রাজ্যে?
উত্তর:- পশ্চিমবঙ্গে
15. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঘাটতি অর্থসংস্থানের লক্ষ্যকে শুন্য ধরা হয়েছিল?
উত্তর:- নবম
16. কত খ্রীস্টাব্দে তিলক কর দেব না অভিযান করেছিলেন?
উত্তর:- 1896 খ্রীস্টাব্দে
17. মাইকেল ফ্যারাডে কী আবিষ্কার করেছিলেন?
উত্তর:- তড়িৎ আবেশ
18. "The land of drawn lit mountains" কোন রাজ্যকে বলা হয়ে থাকে?
উত্তর:- অরুনাচল প্রদেশ
19. কলকাতা শহর কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- জব চার্নক
20. পরপর তিনটি স্বাভাবিক অখণ্ড সংখ্যার গুণফল 120, সংখ্যা তিনটির যোগফল কত?
উত্তর:- 15