WBPSC মিসলেনিয়াস প্রশ্ন ও উওর | PSC Miscellaneous GK Mock Test in Bengali
1. গম উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে?
উত্তর:- মুর্শিদাবাদ জেলা
2. শশাঙ্কের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:- 637
3. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি?
উত্তর:- আমাজন নদী অববাহিকা
4. ভারতে পৃথক সংবিধান আছে এমন রাজ্য কোনটি?
উত্তর:- জম্মু ও কাশ্মীর
5. "ইউরোপিয়ান ইউনিয়ন" -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- ব্রাসেলস
6. "তৃষ্ণা অভয়ারণ্য" কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- ত্রিপুরা
7. "ওয়েলেসলি স্ট্রীট" -এর বর্তমান নাম উল্লেখ করো?
উত্তর:- রফি আহমেদ কিদোয়াই রোড
8. "খালিমপুর কপার প্লেট" থেকে কোন রাজার কথা জানা গিয়েছে?
উত্তর:- দেবপাল
9. তাপীয় আয়ন তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর:- মেঘনাদ সাহা
10. "আধুনিক পাঞ্জাবের জনক" কাকে বলা হয়?
উত্তর:- লর্ড হার্ডিঞ্জ
11. দ্রুত শিল্পায়ন কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল?
উত্তর:- দ্বিতীয়
12. বিধানসভায় সভাপতিত্ব করেন কে?
উত্তর:- অধ্যক্ষ
13. কোনটির চারিদিকে ধূমকেতুর পরিক্রমণ দেখা যায়?
উত্তর:- সূর্য
14. অমৃতসরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেন?
উত্তর:- গুরু রামদাস
15. শিক্ষা যে তালিকাভুক্ত সেটি উল্লেখ করো।
উত্তর:- যুগ্ম তালিকা
16. "কালপেঁচা" কার ছদ্মনাম?
উত্তর:- বিনয় ঘোষ
17. ভারতে নৌ বিদ্রোহ হয়েছিল কত খ্রীস্টাব্দে?
উত্তর:- ১৯৪৬ খ্রীস্টাব্দে।
18. সবুজ বিপ্লবের জনক ড.নরম্যান বোরলাগ যে ফসলের উন্নয়ন করেছেন তা হল-
উত্তর:- উচ্চফলনশীল গম
19. ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কত সালে?
উত্তর:- 1908 সালে
20. বিখ্যাত অবিস্মরণীয় শিল্পকীর্তি ময়ূর সিংহাসন তৈরী করেছেন কে?
উত্তর:- শাহজাহান।