সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 10th June 2024 Current Affairs in Bengali Quiz | 10th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 10th June 2024 Current Affairs in Bengali Quiz | 10th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।
10th June 2024 Current Affairs in Bengali Quiz | 10th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করলেন কে?
উওর:- নরেন্দ্র মোদী
2. সম্প্রতি কোন দেশের নাগরিকদের প্রবেশাধিকার ব্যান করলো মালদ্বীপ সরকার?
উওর:- ইজরায়েল
3. "ICC Men's ODI Player of the Year 2023" আওয়ার্ড পেলেন কোন ক্রিকেটার?
উওর:- বিরাট কোহলি
4. সম্প্রতি ‘Ek Ped Maa Ke Naam’ নামক ক্যাম্পেইন লঞ্চ করলেন কে?
উওর:- নরেন্দ্র মোদী
5. সম্প্রতি কোন রাজ্য সরকার বায়ু দূষণ মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার প্রোজেক্ট লঞ্চ করলো?
উওর:- হরিয়ানা সরকার
6. Indian Institute of Foreign Trade (IIFT) -এর ভাইস চ্যান্সেলর পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উওর:- রাকেশ মোহন যোশী
7. সম্প্রতি কোন দেশ KASA নামে জাতীয় মহাকাশ সংস্থা প্রতিষ্ঠা করলো?
উওর:- দক্ষিণ কোরিয়া
8. সম্প্রতি কোন IIT ফায়ার রেসকিউ অ্যাসিস্ট্যান্ট ড্রোন তৈরি করলো?
উওর:- IIT Dharwad
9. "Sarathi Suraksha Policy" লঞ্চ করলো ভারতের কোন কমার্শিয়াল ম্যানুফ্যাকচারিং কোম্পানি?
উওর:- Ashok Leyland.
10. সম্প্রতি অনুষ্ঠিত নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্মফেস্টিভ্যাল উৎসবে শ্রেষ্ঠ নায়িকার শিরোপা পেলেন ক?
উওর:- সানায়া মলহোত্রা।
আরও পড়ুন:- 9th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স