20th June 2024 Current Affairs in Bengali Quiz | 20th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

20th June 2024 Current Affairs in Bengali Quiz | 20th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
20th June 2024 Current Affairs in Bengali Quiz | 20th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 20th June 2024 Current Affairs in Bengali Quiz | 20th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th June 2024 Current Affairs in Bengali Quiz | 20th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। 




20th June 2024 Current Affairs in Bengali Quiz | 20th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স     

1. "বিশ্ব শরণার্থী দিবস" (World Refugee Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উওর:- 20th জুন

2. ভারতীয় রেলওয়ে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর প্রথম ট্রায়াল রান সম্পন্ন করেছে, এটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? 

উওর:- চেনাব


3. মার্কিন যুক্তরাষ্ট্রে 'রেড ফ্ল্যাগ 2024' অনুশীলনের ২য় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হলো?

উওর:- আইলসন এয়ার ফোর্স বেস, আলাস্কা

4. 2024 সালে JIMEX অনুশীলনের কোন সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে?

উওর:- অষ্টম

5. সম্প্রতি দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট দ্বারা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে কে পুনঃনির্বাচিত হয়েছেন?

উওর:- সিরিল রামাফোসা (Cyril Ramaphosa)

6. সম্প্রতি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব কোন পরিষেবার উদ্বোধন করলেন?

উওর:- পিএম শ্রী ট্যুরিজম এয়ার সার্ভিস (PM Shri Tourism Air Service)

7. সম্প্রতি খবরে আসা গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্য, এটি কোন রাজ্যে অবস্থিত?

উওর:- মধ্যপ্রদেশ

8. বিনসার বন্যপ্রাণী অভয়ারণ্যে বনের আগুন নিয়ন্ত্রণে ভারতীয় বিমান বাহিনী কোন হেলিকপ্টার মোতায়েন করলো?

উওর:- MI17


9. সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কোন সমবায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে?

উওর:- পূর্বাঞ্চল সমবায় ব্যাঙ্ক

10. টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে প্রথম বোলার চার ওভার মেডেন করেছেন কে?

উওর:- লকি ফার্গুসন (Lockie Ferguson).


আরও পড়ুন:- 19th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post