19th June 2024 Current Affairs in Bengali Quiz | 19th জুন 2014 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

19th June 2024 Current Affairs in Bengali Quiz | 19th জুন 2014 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
19th June 2024 Current Affairs in Bengali Quiz | 19th জুন 2014 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 19th June 2024 Current Affairs in Bengali Quiz | 19th জুন 2014 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th June 2024 Current Affairs in Bengali Quiz | 19th জুন 2014 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




19th June 2024 Current Affairs in Bengali Quiz | 19th জুন 2014 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স    

1. "বিশ্ব সিকেল সেল দিবস" (World Sickle Cell Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:-19th জুন

2. সম্প্রতি প্রকাশিত "Global Gender Gap Index 2024" -এ ভারতের স্থান কত?

উত্তর:- ১২৯


3. সম্প্রতি World Athletics -এর সাথে ৫ বছরের ব্রডকাস্টিং চুক্তি সম্পন্ন করলো কোন কোম্পানি?

উত্তর:- Tata Communications.

4. তৃতীয়বারের জন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পেমা খান্দু?

উত্তর:- অরুণাচল প্রদেশ

5. সম্প্রতি Lab45 AI নামক প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন কোম্পানি?

উত্তর:- Wipro.

6. ভারতের ১৮তম লোক সভার প্রথম অধিবেশন শুরু হবে কোন দিন থেকে?

উত্তর:- ২৪শে জুন


7. তৃতীয়বারের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিযুক্ত হলেন কে?

উত্তর:- অজিত দোভাল

8. বিশ্বের 100 টি মূল্যবান ব্রান্ডের তালিকায় স্থান পেল ভারতীয় কোন কোম্পানি?

উত্তর:- Infosys.

9. লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেমের সূচনা করতে চলেছে বিশ্বের কোন কোন দেশ?

উত্তর:- ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী

10. 2025 MotoGP Bharat প্রতিযোগিতাটি হোস্ট করতে চলেছে ভারতের কোন রাজ্য?

উত্তর:- উত্তর প্রদেশ।


আরও পড়ুন:- 18th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post