সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 24th June 2024 Current Affairs in Bengali Quiz | 24th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 24th June 2024 Current Affairs in Bengali Quiz | 24th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
24th June 2024 Current Affairs in Bengali Quiz | 24th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি প্রকাশিত "এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইনডেক্স 2024" অনুযায়ী ভারতের স্থান কত?
উওর:- ১৭৬ তম
2. Mercer Report অনুযায়ী ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
উওর:- মুম্বাই
3. "Risk Manager of the Year 2024" জিতল কোন ভারতীয় ব্যাঙ্ক?
উওর:- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
4. ভারতের সর্বোচ্চ ভ্যালুয়েবল সেলিব্রিটি ক্রিকেটার হিসাবে নিজের স্থান পুনর্জন করলেন কে?
উওর:- বিরাট কোহলি
5. সম্প্রতি অনুষ্ঠিত "Paavo Nurmi Games" -এ জ্যাভলিন থ্রো ইভেন্টে স্বর্ণপদক জিতলেন কে?
উওর:- ভারতের নীরজ চোপড়া
6. নেলসন ম্যান্ডেলা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে?
উওর:- চলচ্চিত্র নির্মাতা Vinod Ganatra.
7. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা ট্রেন্ড বোল্ট কোন দেশের খেলোয়াড়?
উওর:- নিউজিল্যান্ড
8. Microsoft কে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির স্থান অর্জন করলো কোন কোম্পানি?
উওর:- Nvidia.
9. গ্রেটার নয়ডাতে ভারতের বৃহত্তম স্মার্টফোন প্ল্যান্ট চালু করতে চলেছে কোন কোম্পানি?
উওর:- Vivo কোম্পানি
10. সম্প্রতি কোন রাজ্য সরকার দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলিকে ২৪ ঘন্টা খুলে রাখার অনুমতি দিয়েছে?
উওর:- মধ্যপ্রদেশ সরকার।
আরও পড়ুন:- 23rd জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স