সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত প্রশ্ন উত্তর | Medical science Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত প্রশ্ন উত্তর | Medical science Questions Answers।
চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত প্রশ্ন উত্তর | Medical science Questions Answers
১। জন্ডিসে কোন অঙ্গটি আক্রান্ত হয়?
উওর:- যকৃত।
২। এন্টিবায়োটিকের কাজ কি?
উওর:- জীবাণু ধ্বংস করা।
৩। রেডিও আইসোটোপ কোন রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়?
উওর:- গলগন্ড রোগ।
৪। ভায়াগ্রা কি?
উওর:- যৌনশক্তি বৃদ্ধিকারক ঔষধ।
৫। রক্তশুন্যতার অপর নাম কি?
উওর:- অ্যানিমিয়া।
৬। নিউমোনিয়া রোগটি কোথায় হয়?
উওর:- ফুসফুসে।
৭। আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগের সৃষ্টি করে?
উওর:- চর্ম ক্যান্সার।
৮। কোনটি ম্যালেরিয়া জীবণু বহনকারী মশা?
উওর:- এনোফিলিশ।
৯। ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা দেওয়ার পদ্ধতিকে কি বলে?
উওর:- টেলি মেডিসিন।
১০। বিষাক্ত নিকোটিন কিসে থাকে?
উওর:- তামাকে।
১১। সুষম খাদ্যের উপাদান কয়টি?
উওর:- ৬ টি।
১২। হাড় ও দাঁতকে মজবুদ করে কোনটি?
উওর:- ক্যালসিয়াম ও ফসফরাস।
১৩। চা পাতায় কোন ভিটামিন থাকে?
উওর:- ভিটামিন বি কমপ্লেক্স।
১৪। ম্যালিক এসিড থাকে কিসে?
উওর:- টমেটোতে।
১৫। কোন ভিটামিন ক্ষতস্থানের রক্ত পড়া বন্ধ করে?
উওর:- ভিটামিন কে।
১৬। প্রোটিনের মূল উপাদান কি?
উওর:- নাইট্রোজেন।
১৭। দুধের রং সাদা হয় কেন?
উওর:- প্রোটিনের জন্য।
১৮। ভিটামিন 'সি' এর রাসায়নিক নাম কি?
উওর:- অ্যাসকরবিক এসিড।
১৯। কোন খাদ্যে পচন ধরে না?
উওর:- মধু।
২০। কচুশাকে কোনটি বেশি থাকে?
উওর:- লৌহ।