28th June 2024 Current Affairs in Bengali Quiz | 28th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

28th June 2024 Current Affairs in Bengali Quiz | 28th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
28th June 2024 Current Affairs in Bengali Quiz | 28th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 28th June 2024 Current Affairs in Bengali Quiz | 28th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 28th June 2024 Current Affairs in Bengali Quiz | 28th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




28th June 2024 Current Affairs in Bengali Quiz | 28th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স          

1. সম্প্রতি অনুষ্ঠিত অনূর্ধ্ব-17 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতটি পদক জিতেছে?

উত্তর:- 11 টি

2. সাঁতারে সর্বজনীন বিভাগে কে কে প্যারিস অলিম্পিক 2024 এর জন্য যোগ্যতা অর্জন করেছে?

উত্তর:- শ্রীহরি নটরাজ ও সজন প্রকাশ


3. ভারতে অলিম্পিক গবেষণা ও শিক্ষা কেন্দ্র কোথায় চালু হয়েছে?

উত্তর:- গুজরাট

4. সম্প্রতি Sony Pictures Networks India -র নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে?

উত্তর:- গৌরব ব্যানার্জি

5. সম্প্রতি ১৬ তম অন্ধ্রপ্রদেশ বিধানসভার নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কে?

উত্তর:- C. Ayyanna Patrudu

6. সম্প্রতি অ্যান্টিডোপিং নীতি লঙ্ঘনের জন্য NADA দ্বারা সাসপেন্ড হলেন কে?

উত্তর:- অলিম্পিক মেডেলিস্ট বজরং পুনিয়া

7. UNESCO City of Literature -এর তকমা পেল ভারতের কোন স্থান?

উত্তর:- ভারতের কোঝিকোড়ে

8. বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 200 টি ছয় মারার রেকর্ড গড়লেন কে?

উত্তর:- রোহিত শর্মা


9. সম্প্রতি প্রকাশিত ‘Gateways to the Sea’ শিরোনামে বইটি কে প্রকাশ করলেন?

উত্তর:- মহারাষ্ট্রের রাজ্যপাল Shri Ramesh Bais.

10. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী ভাইস-চিফ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কে?

উত্তর:- NS Raja Subramani.

 

আরও পড়ুন:- 27th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post