সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 27th June 2024 Current Affairs in Bengali Quiz | 27th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 27th June 2024 Current Affairs in Bengali Quiz | 27th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
27th June 2024 Current Affairs in Bengali Quiz | 27th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব তীরন্দাজি কাপ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতলেন কে?
উত্তর:- ধীরজ বোম্মাধেবারা
2. 18 তম লোকসভার স্পিকার হিসাবে কে নির্বাচিত হয়েছেন?
উত্তর:- ওম বিড়লা
3. ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী ভাইস চিফ কে হতে চলেছেন?
উত্তর:- এন এস রাজসুব্রমণি (NS Rajasubramani)
4. ভারত সম্প্রতি কোন দেশের নাগরিকদের জন্য ই-মেডিকেল ভিসা সুবিধা চালু করার কথা ঘোষণা করেছে?
উত্তর:- বাংলাদেশ
5. সম্প্রতি TRAI -এর নতুন সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- অতুল কুমার চৌধুরী
6. লাল মাথার শকুনদের জন্য বিশ্বের প্রথম সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে প্রতিষ্ঠিত হতে চলেছে?
উত্তর:- উত্তর প্রদেশ
7. ভারত কোন দেশে নতুন কনস্যুলেট খোলার কথা ঘোষণা করেছে?
উত্তর:- বাংলাদেশ
8. NCR -এ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন দ্বারা নির্ধারিত বৃক্ষরোপণের জন্য কত টাকার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে?
উত্তর:- 4.5 কোটি টাকা
9. সম্প্রতি অনুষ্ঠিত 2024 সালের BRICS গেমসে ভারত মোট কতটি পদক জিতেছে?
উত্তর:- 29
10. সম্প্রতি, কোন রাজ্য প্রতিটি জেলায় 'প্রধানমন্ত্রী এক্সিলেন্স কলেজ' প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে?
উত্তর:- মধ্যপ্রদেশ।
আরও পড়ুন:- 26th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স