সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 26th June 2024 Current Affairs in Bengali Quiz | 26th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 26th June 2024 Current Affairs in Bengali Quiz | 26th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।
26th June 2024 Current Affairs in Bengali Quiz | 26th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "বিশ্ব হিমায়ন দিবস" (World Refrigeration Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 26th জুন
2. সম্প্রতি Delhi Municipal Corporation Commissioner হিসাবে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- অশ্বনী কুমার
3. Mark Rutte সম্প্রতি কোন সংস্থার নতুন সেক্রেটারী-জেনারেল পদে নিয়োজিত হলেন?
উত্তর:- NATO.
4. সম্প্রতি পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- বিবেক সহায়
5. সম্প্রতি প্রকাশিত "Global Energy Transition Index 2024" -এ ভারতের স্থান কত?
উত্তর:- ৬৩ তম
6. T20 World Cup 2024 -এ প্রথম হ্যাট্রিক করেছেন কে?
উত্তর:- প্যাট কামিন্স
7. সম্প্রতি কোন দেশের নাগরিকদের জন্য মেডিকেল ই-ভিসা ফেসিলিটি ঘোষণা করেছে ভারত?
উত্তর:- বাংলাদেশ
8. সম্প্রতি ট্রাভেল এবং ট্যুরিজম স্টককে ট্র্যাক করার জন্য NSE কোন সিস্টেম লঞ্চ করেছে?
উত্তর:- Nifty Tourism.
9. সম্প্রতি কোন কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া?
উত্তর:- সিটি কো-অপারেটিভ ব্যাঙ্ক
10. সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কলেজে ভর্তির জন্য কোন পোর্টাল লঞ্চ করেছে?
উত্তর:- সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল।
আরও পড়ুন:- 25th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স