সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Wealth Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Wealth Important Questions Answers।
সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Wealth Important Questions Answers
1. সম্পদের সংজ্ঞা লেখো।
উত্তরঃ- সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না, ওই বস্তু বা পদার্থের কার্যকারিতা বা উপযোগিতাই সম্পদ হিসেবে পরিচিত।
2. সম্পদের কার্যকারিতা কীরূপ প্রকৃতির?
উত্তরঃ- সম্পদের কার্যকারিতার প্রকৃতি গতিশীল।
3. সম্পদের প্রধান উপাদানগুলি কী কী?
উত্তরঃ- সম্পদের প্রধান তিনটি উপাদান হল – (i) প্রকৃতি, (ii) মানুষ এবং (ii) মানুষের সংস্কৃতি।
4. আধুনিক সম্পদ-সমীক্ষকগণ পৃথিবীর সম্পদসমূহকে কী কী ভাগে ভাগ করেছেন?
উত্তরঃ- আধুনিক সম্পদ-সমীক্ষকগণ পৃথিবীর সম্পদসমূহকে তিনভাগে ভাগ করেছেন। যথা – (i) প্রাকৃতিক সম্পদ, (ii) মানবিক সম্পদ এবং (ii) সাংস্কৃতিক সম্পদ।
5. জৈব সম্পদ বলতে কি বোঝো?
উত্তরঃ- যেসব সম্পদ জীবজগৎ থেকে উৎপন্ন হয়, সেইসব সম্পদকে জৈব সম্পদ বলে। যেমন – প্রাণীজগৎ , বনভূমি প্রভৃতি।
6. মৃত জৈব সম্পদ কাকে বলা হয়ে থাকে?
উত্তরঃ- কয়লা, খনিজ তেল, চুনাপাথর প্রভৃতি খনিজ সম্পদগুলি জীবজগৎ থেকে সৃষ্ট হয় বলে, এদের মৃত জৈব সম্পদ বলা হয়।
7. মানবিক সম্পদ কাকে বলে?
উত্তরঃ- মানুষকে নিয়ে গড়ে ওঠা সম্পদসমূহকে মানবিক সম্পদ বলা হয়ে থাকে। যেমন – জনবসতি।
8. প্রবহমান সম্পদ বলতে কি বোঝো?
উত্তরঃ- যেসমস্ত সম্পদ পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করলেও কোনোদিন নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, সেইসব সম্পদকে প্রবহমান সম্পদ বলা হয়ে থাকে। যেমন – সূর্যকিরণ।
9. পুনর্ভব সম্পদ বলতে কি বোঝো?
উত্তরঃ- যেসমস্ত সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে সাময়িক ভাবে হ্রাস পেলেও নির্দিষ্ট সময় পরে পুনরায় সম্পূর্ণ হয়ে যায়, সেইসব সম্পদকে পুনর্ভব সম্পদ বলে। যেমন – বনভূমির কাঠ।
10. অপুনর্ভব সম্পদ বা ক্ষয়িষ্ণু সম্পদ বা গচ্ছিত সম্পদ কাকে বলে?
উত্তরঃ- যেসমস্ত সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে একেবারে নিঃশেষ হয়ে যায়, অর্থাৎ পুনরায় সৃষ্টি হয় না, প্রকৃতিতে সীমিত পরিমাণে গচ্ছিত থাকে সেইসমস্ত সম্পদকে অপুনর্ভব সম্পদ বা ক্ষয়িষ্ণু সম্পদ বা গচ্ছিত সম্পদ বলা হয়ে থাকে। যেমন- খনিজ দ্রব্য।
11. আবর্তনীয় গচ্ছিত সম্পদ কাকে বলে?
উত্তরঃ- কিছু কিছু অপুনর্ভব বা গচ্ছিত সম্পদ আছে, যেগুলিকে প্রক্রিয়াকরণের মাধ্যমে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায়, তাদের আবর্তনীয় গচ্ছিত সম্পদ বলে। যেমন— তামা, অ্যালুমিনিয়াম, লোহা প্রভৃতি গলিয়ে পুনরায় ব্যবহারযোগ্য করা যায়।
12. সহজলভ্য সম্পদ বলতে কি বোঝো?
উত্তরঃ- যেসব সম্পদ বিশ্বের প্রায় অধিকাংশ দেশে পাওয়া যায়, তাদের সহজলভ্য সম্পদ বলে। বনভূমি, কৃষিজমি প্রভৃতি এর উদাহরণ।
13. দুষ্প্রাপ্য সম্পদ কাকে বলে?
উত্তরঃ- যেসব সম্পদ বিশ্বের মাত্র কয়েকটি স্থান বা দেশে পাওয়া যায়, তাদের দুষ্প্রাপ্য সম্পদ বলে। অভ্র, টিন (ক্যাসিটেরাইট) প্রভৃতি এর উদাহরণ।
14. অদ্বিতীয় বা অনন্য সম্পদ কাকে বলে?
উত্তরঃ- যেসব সম্পদ বিশ্বের একটিমাত্র স্থানেই পাওয়া যায়, তাদের অদ্বিতীয় বা অনন্য সম্পদ বলে। যেমন- ক্বায়োলাইট পাওয়া যায় একমাত্র গ্রিনল্যান্ডের আইভিগটটি অঞ্চলে।
15. বিকশিত সম্পদ বা প্রকৃত সম্পদ কাকে বলে?
উত্তরঃ- যেসব সম্পদ প্রয়োজনমতো ক্রমাগত ব্যবহার করা হয়, তাদের বিকশিত বা প্রকৃত সম্পদ বলে। যেমন- ভারতের কয়লা সম্পদ, কানাডার জলবিদ্যুৎ শক্তি প্রভৃতি।
16. সম্ভাব্য সম্পদ বলতে কি বোঝো?
উত্তরঃ- অবস্থান ও অস্তিত্ব জানা সত্ত্বেও প্রাকৃতিক, অর্থনৈতিক বা আর্থ-সামাজিক প্রতিবন্ধকতার কারণে যেসব সম্পদ সম্পূর্ণরূপে ব্যবহার করা যায়নি, তাদের সম্ভাব্য সম্পদ বলে। যেমন— হিমালয়ের জলবিদ্যুৎ শক্তি, আমাজান অববাহিকার বনজ সম্পদ প্রভৃতি।
17. স্পর্শযোগ্য বা বস্তুগত সম্পদ কাকে বলে?
উত্তরঃ- যেসব সম্পদ স্পর্শযোগ্য, তাদের বস্তুগত সম্পদ বলে। যেমন— খনিজ সম্পদ, জল, কৃষিজ ফসল প্রভৃতি।
18. অবগত সম্পদ কাকে বলা হয়ে থাকে?
উত্তরঃ- যেসব সম্পদ স্পর্শযোগ্য নয়, তাদের অবস্তুগত সম্পদ বলে। যেমন— সামাজিক আইন, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি।
19. ব্যক্তিগত সম্পদ কাকে বলে?
উত্তরঃ- যেসব সম্পদ ব্যক্তির নিজের অধিকারে থাকে, সেইসব সম্পদকে ব্যক্তিগত সম্পদ বলে। যেমন— জমি, বাড়ি, শিক্ষা প্রভৃতি।
20. সামাজিক সম্পদ বলতে কি বোঝো?
উত্তরঃ- যেসব সম্পদ মানুষের সামাজিক চাহিদা মেটায়, তাদের সামাজিক সম্পদ বলে। যেমন— বিদ্যালয়, হাসপাতাল, পাঠাগার প্রভৃতি।
21. জাতীয় সম্পদ বলতে কি বোঝো?
উত্তরঃ- কোনো দেশের সীমানার মধ্যে যেসব সম্পদ অবস্থিত এবং যেগুলিতে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার থাকে, সেইসব সম্পদকে জাতীয় সম্পদ বলে। যেমন – খনিজ সম্পদ, বনভূমি ইত্যাদি।
22. আন্তর্জাতিক বা সর্বজনীন সম্পদ কাকে বলে?
উত্তরঃ- যেসব সম্পদের ওপর কোনো দেশ বা জাতির একক মালিকানা বা অধিকার নেই, সেইসব সম্পদকে আন্তর্জাতিক বা সর্বজনীন সম্পদ বলে। যেমন – বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতি।
23. নিরপেক্ষ উপাদান কাকে বলে?
উত্তরঃ- প্রকৃতিতে অবস্থিত যেসব উপাদান বা সামগ্রী মানুষের ওপর কোনোরূপ অনুকূল বা প্রতিকূল প্রভাব বিস্তার করতে পারে না, সেইসব সম্পদকে নিরপেক্ষ উপাদান বলে।
24. সম্পদ চেতনা বলতে কী বোঝ?
উত্তরঃ- সম্পদ উৎপাদন ও ভোগ সম্পর্কে মানুষের ক্রমবর্ধমান আগ্রহ বা চাহিদার সঙ্গে সংগতি রেখে সম্পদ উৎপাদনের আধুনিক চিন্তাধারাকে সম্পদ চেতনা বলে।
25. সম্পদ সৃষ্টির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিরোধ কী?
উত্তরঃ- সম্পদ সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিরোধ হল– অশিক্ষা।
26. ‘সম্পদ সংরক্ষণ’ কথার অর্থ কী?
উত্তরঃ- ‘সম্পদ সংরক্ষণ’ কথার অর্থ – বিশেষ উদ্দেশ্যে রক্ষা করা।