বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতা PDF | Names and Surnames of Famous People PDF
সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতা PDF | Names and Surnames of Famous People PDF . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতা PDF | Names and Surnames of Famous People PDF।
বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতা PDF | Names and Surnames of Famous People PDF
| প্রকৃত নাম | উপাধি |
| সুভাষচন্দ্র বসু | দেশনায়ক |
| রবীন্দ্রনাথ ঠাকুর | বিশ্বকবি |
| মোহনদাস করমচাঁদ গান্ধী | মহাত্মা |
| ইন্দিরা গান্ধী | প্রিয়দর্শিনী |
| রামমোহন রায় | ভারত পথিক |
| বল্লভভাই প্যাটেল | সর্দার |
| বাল গঙ্গাধর তিলক | লোকমান্য |
| ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় | বিদ্যাসাগর |
| হর্ষবর্ধন | সকলোত্তর পথনাথ |
| যতীন্দ্রনাথ সেনগুপ্ত | দেশপ্রিয় |
| রামমোহন রায় | ভারতীয় জাতীয়তাবাদের জনক |
| চিত্তরঞ্জন দাশ | দেশবন্ধু |
| গদাধর চট্টোপাধ্যায় | রামকৃষ্ণ পরমহংস |
| মালাধর বসু | গুণরাজ খাঁ |
| ভীমরাও আম্বেদকর | ভারতীয় সংবিধানের জনক |
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- Names and Surnames of Famous People PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
