সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 16th June 2024 Current Affairs in Bengali Quiz | 16th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 16th June 2024 Current Affairs in Bengali Quiz | 16th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
16th June 2024 Current Affairs in Bengali Quiz | 16th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি কোন সংস্থা কন্টেইনার পোর্ট পারফরমেন্স সূচক প্রকাশ করেছে?
উত্তর:- বিশ্বব্যাংক (World Bank)
2. মাল্টিড্রাগ-প্রতিরোধী প্যাথোজেন নিয়ে গবেষণা করার জন্য NASA ভারতের কোন IIT-এর সাথে সহযোগিতা করছে?
উত্তর:- আইআইটি মাদ্রাজ (IIT Madras)
3. G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর:- ইতালি
4. সম্প্রতি, চন্দ্রবাবু নাইডু ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন?
উত্তর:- অন্ধ্র প্রদেশ
5. সম্প্রতি, 'জাপান ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ 2024 (JIMEX-24)' কোথায় শুরু হলো?
উত্তর:- ইয়োকোসুকা, জাপান
6. সম্প্রতি পেমা খান্ডু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন?
উত্তর:- অরুণাচল প্রদেশ
7. সম্প্রতি প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স 2024 -এ ভারতের স্থান কত?
উত্তর:- 129
8. সম্প্রতি ভারতীয় সেনা নতুন মনিটরিং সিস্টেম লঞ্চ করেছে, এটির নাম কী?
উত্তর:- ‘Vidyut Rakshak’
9. আমেরিকার প্যাটাগোনিয়াতে একপ্রকার নতুন ধরণের ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে, এটির নাম কী রাখা হয়েছে?
উত্তর:- ‘Koleken Inakayali’
10. সম্প্রতি ‘BRICS’ গোষ্ঠীর সদস্যতা গ্রহণ করল কোন কোন দেশ?
উত্তর:- ইজিপ্ট, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইথিওপিয়া।
আরও পড়ুন:- 15th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স