15th June 2024 Current Affairs in Bengali Quiz | 15th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

15th June 2024 Current Affairs in Bengali Quiz | 15th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
15th June 2024 Current Affairs in Bengali Quiz | 15th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 15th June 2024 Current Affairs in Bengali Quiz | 15th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 15th June 2024 Current Affairs in Bengali Quiz | 15th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




15th June 2024 Current Affairs in Bengali Quiz | 15th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স   

1. "বিশ্ব বায়ু দিবস" কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 15th জুন

2. Bisleri Limonata -‘র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- আদিত্য রয় কাপুর


3. সম্প্রতি খবরে আসা সুহেলওয়া বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?

উত্তর:- উত্তর প্রদেশ


4. কোন দেশ 2025 সালের FIH হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপ আয়োজন করতে চলেছে?

উত্তর:- ভারত

5. কার্লোস আলকারাজ কোন দেশের খেলোয়াড় যিনি ফ্রেঞ্চ ওপেন 2024 এর শিরোপা জিতেছেন?

উত্তর:- স্পেন

6. অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করলেন?

উত্তর:- চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)

7. সম্প্রতি, কে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট হয়েছেন?

উত্তর:- অনামিকা বি রাজীব (Anamika B Rajeev)

8. সম্প্রতি, মধ্যপ্রদেশের কোন বাঘ সংরক্ষণাগারে প্রথমবারের মতো একটি বিরল চার শিংওয়ালা হরিণ দেখা গেছে?

উত্তর:- বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ (Veerangana Durgavati Tiger Reserve)

 

9. কোন দেশ সম্প্রতি "AIR LORA" নামে তার নতুন "ডিপ স্ট্যান্ড-অফ" দূরপাল্লার এয়ার লঞ্চ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে?

উত্তর:- ইসরাইল (Israel)

10. ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কার নামে মঙ্গল গ্রহে একটি গর্তের নামকরণ করেছে?

উত্তর:- অধ্যাপক দেবেন্দ্র লাল (Professor Devendra Lal).


আরও পড়ুন:- 14th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post