14th June 2024 Current Affairs in Bengali Quiz | 14th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

14th June 2024 Current Affairs in Bengali Quiz | 14th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
14th June 2024 Current Affairs in Bengali Quiz | 14th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 14th June 2024 Current Affairs in Bengali Quiz | 14th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 14th June 2024 Current Affairs in Bengali Quiz | 14th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




14th June 2024 Current Affairs in Bengali Quiz | 14th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  

1. "World Blood Donor Day" কোন দিন পালিত হয়ে থাকে?

উওর:- 14th জুন

2. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Apple কে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানির  তকমা পেল কোন কোম্পানি?

উত্তর:- Nvidia


3. সম্প্রতি কোন দেশ রিয়েল টাইম পেমেন্টের জন্য  UPI টেকনোলজি গ্রহণ করলো?

উত্তর:- পেরু


4. মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি একটি স্মৃতিকথা প্রকাশ করেছেন সেটির নাম কী?

উত্তর:- ‘Source Code: My Beginnings’

5. সাইবার ক্রাইমের সাথে যুক্ত মোবাইল নম্বর ব্লকিংয়ের নিরিখে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্যের পুলিশ?

উত্তর:- হরিয়ানা পুলিশ

6. কনজার্ভেশন গ্রান্ট থেকে তানজানিয়াকে বাদ দিল কোন কমিশন?

উত্তর:- ইউরোপিয়ান কমিশন

7. ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট-এর ডিরেক্টর পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- Raj Priy Singh.

8. মোদির নতুন মন্ত্রিসভায় কতজন প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন?

উত্তর:- 6 জন

9. ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে কার নাম নির্বাচন করা হয়েছে?

উত্তর:- উপেন্দ্র দ্বিবেদী (Upendra Dwivedi)


10. ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন?

উত্তর:- মোহন চরণ মাঝি (Mohan Charan Majhi).


আরও পড়ুন:- 13th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post