সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 13th June 2024 Current Affairs in Bengali Quiz | 13th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th June 2024 Current Affairs in Bengali Quiz | 13th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।
13th June 2024 Current Affairs in Bengali Quiz | 13th জুন 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি কোন কোম্পানি "সারথী সুরক্ষা নীতি" লঞ্চ করলো?
উত্তর:- Ashok Leyland.
2. সম্প্রতি অনুষ্ঠিত "New York Indian Film Festival 2024" -এ সেরা অভিনেত্রীর পুরষ্কার পেলেন কে?
উত্তর:- সানিয়া মালহোত্রা
3. নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তিনি কোন লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন?
উত্তর:- বারাণসী
4. Prem Singh Tamang সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন?
উত্তর:- সিকিম
5. ইগা সুয়াটেক, যিনি ফ্রেঞ্চ ওপেন 2024 মহিলা শিরোপা জিতেছেন, তিনি কোন দেশের খেলোয়াড়?
উত্তর:- পোল্যান্ড
6. সম্প্রতি জাতিসংঘ কর্তৃক শিশুদের বিরুদ্ধে অপরাধ সংঘটনকারী অপরাধীদের বৈশ্বিক তালিকায় কোন দেশ যুক্ত হয়েছে?
উত্তর:- ইসরাইল
7. মোদি মন্ত্রিসভা 2024 -এ কতজন মহিলা অন্তর্ভুক্ত?
উত্তর:- 7 জন
8. সম্প্রতি কোন রাজ্যে নীল পিঁপড়ের একটি নতুন প্রজাতি আবিষ্কৃত হলো?
উত্তর:- অরুণাচল প্রদেশে
9. সম্প্রতি কোন IIT ফায়ার রেসকিউ অ্যাসিস্ট্যান্ট ড্রোন তৈরি করলো?
উত্তর:- IIT Dharwad.
10. ৭৯তম UN জেনারেল অ্যাসেম্বলির সেশনের সভাপতি হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- Philemon Yang.
আরও পড়ুন:- 12th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স