সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মৌসুমি বায়ুর উৎপত্তির কারণসমূহ | Cause of Origin of Monsoon in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মৌসুমি বায়ুর উৎপত্তির কারণসমূহ | Cause of Origin of Monsoon in Bengali।
মৌসুমি বায়ুর উৎপত্তির কারণসমূহ | Cause of Origin of Monsoon in Bengali
■ প্রশ্ন:- মৌসুমি বায়ুর উৎপত্তি কীভাবে হয় তা সংক্ষেপে ব্যাখ্যা করো। (Cause of Origin of Monsoon in Bengali)
■ উত্তর:- মৌসুমি বায়ুর উৎপত্তির কারণসমূহ:- মৌসুমি বায়ুর উৎপত্তি সম্পর্কে আবহবিদগণ বিভিন্ন তত্ত্ব বা ধারণার উপস্থাপন করেছেন। মৌসুমি বায়ুর উৎপত্তি সম্পর্কিত প্রধান কয়েকটি তত্ত্ব সংক্ষেপে আলোচনা করা হল-
❏ (১) তাপীয় তত্ত্ব (Thermal Concept):- ব্রিটিশ আবহবিদ এডমুন্ড হ্যালি (Edmund Halley) তাঁর ‘তাপীয় তত্ত্বে’ মৌসুমি বায়ুর উৎপত্তির কারণ ব্যাখ্যা করেছেন। তাপীয় তত্ত্বের মূল কথা হল- ঋতুভেদে স্থলভাগ ও জলভাগে তাপের পার্থক্যের কারণে মৌসুমি বায়ুর সৃষ্টি হয়। স্থলভাগ যত তাড়াতাড়ি গরম বা ঠান্ডা হয়, জলভাগ তত তাড়াতাড়ি গরম বা ঠান্ডা হয় না। এই কারণে গ্রীষ্মকালে এশিয়া মহাদেশের স্থলভাগ খুব তাড়াতাড়ি গরম হয়ে নিম্নচাপের সৃষ্টি করে।
অন্যদিকে, জলভাগ অপেক্ষাকৃত কম গরম হওয়ায় উচ্চচাপের সৃষ্টি করে। এই সময় উচ্চচাপযুক্ত জলভাগ থেকে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু স্থলভাগের দিকে ধাবিত হয়। শীতকালে জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে। এর ফলে স্থলভাগে সৃষ্ট উচ্চচাপবিশিষ্ট অঞ্চল থেকে সৃষ্ট উত্তর - পূর্ব মৌসুমি বায়ু বিস্তীর্ণ স্থলভাগ অতিক্রম করে জলভাগের দিকে এগিয়ে যায়।
❏ (২) ফোন তত্ত্ব (Flohn Concept):- আবহবিদ এফ.ফোন (F. Flohn) -এর মতে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময়কালে পৃথিবীর বায়ুচাপ বলয় ও বায়ুবলয়গুলির স্থান পরিবর্তনজনিত কারণে মৌসুমি বায়ুর সৃষ্টি হয়।
■ মৌসুমি বায়ুর উৎপত্তি সম্পর্কিত ফ্লোন -এর ধারণাটি হল- এই রূপ সূর্যের উত্তরায়ণের সময়কালে বায়ুচাপ বলয় ও বায়ুবলয়গুলি নিরক্ষরেখার উত্তরদিকে ক্রমশ সরতে থাকে। এই সময়কালে নিরক্ষীয় নিম্নচাপ বলয় ক্রমশ উত্তরদিকে সরতে থাকায় মকরীয় উচ্চচাপ বলয় থেকে সৃষ্ট দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা বরাবর এগিয়ে আসে। এই দক্ষিণ-পূর্ব আয়নবায়ু ফেরেলের সূত্র অনুযায়ী নিরক্ষরেখা অতিক্রম করলে উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুরূপে এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্বাংশে প্রবাহিত হয়।
আবার দক্ষিণায়নের সময় বায়ুচাপ বলয় ও বায়ুবলয়গুলি দক্ষিণদিকে সরে যাওয়ায় কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সৃষ্ট উত্তর-পূর্ব আয়নবায়ু এশিয়া মহাদেশের স্থলভাগের ওপর উত্তর-পূর্ব মৌসুমি বায়ুরূপে প্রবাহিত হয়।
❏ (৩) সাম্প্রতিককালের ধারণাসমূহ:- সাম্প্রতিককালের আবহবিদগণ মৌসুমি বায়ুর উৎপত্তির কারণ সম্পর্কে তিব্বতীয় মালভূমিতে সৃষ্ট প্রতীপ ঘূর্ণবাত ও জেট বায়ুর (Jet Stream) ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন। গ্রীষ্মকালে উম্মতার আধিক্যহেতু তিব্বতীয় মালভূমিতে বায়ুর চাপ বেশি হয় এবং প্রতীপ ঘূর্ণবাতের সৃষ্টি হয়।