সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 13th July 2024 Current Affairs in Bengali Quiz | 13th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th July 2024 Current Affairs in Bengali Quiz | 13th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
13th July 2024 Current Affairs in Bengali Quiz | 13th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. প্যারিস অলিম্পিক 2024 -এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন করবেন কে কে?
উত্তর:- পি ভি সিন্ধু ও শরদ কামাল
2. সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হলেন কে?
উত্তর:- রোশনি নাদার মালহোত্রা (Roshni Nadar Malhotra)
3. সম্প্রতি কে হরিয়ানার নতুন মুখ্য নির্বাচনী অফিসার হিসাবে নিযুক্ত হলেন?
উত্তর:- পঙ্কজ আগরওয়াল (Pankaj Agarwal)
4. জুন 2024 -এর ICC প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার কে জিতেছেন?
উত্তর:- জাসপ্রিত বুমরাহ
5. সম্প্রতি কোন রাজ্যে টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড সম্প্রতি 'ঘর ঘর সোলার' (Ghar Ghar Solar) উদ্যোগ চালু করেছে?
উত্তর:- উত্তর প্রদেশ
6. সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন?
উত্তর:- রাশিয়া
7. ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- গৌতম গম্ভীর
8. সম্প্রতি কোন রাজ্য 2024 সালের জন্য শ্রেষ্ঠ কৃষি রাজ্য পুরস্কারে ভূষিত হয়েছেন? (Best Agricultural State Award)
উত্তর:- মহারাষ্ট্র
9. জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির প্রধান উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- ডঃ সৌম্য স্বামীনাথন (Dr. Soumya Swaminathan)
10. সম্প্রতি আর্মি হাসপাতালের কমান্ড্যান্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- শঙ্কর নারায়ণ (Shankar Narayan).
আরও পড়ুন:- 12th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স