12th July 2024 Current Affairs in Bengali Quiz | 12th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

12th July 2024 Current Affairs in Bengali Quiz | 12th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
12th July 2024 Current Affairs in Bengali Quiz | 12th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 12th July 2024 Current Affairs in Bengali Quiz | 12th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 12th July 2024 Current Affairs in Bengali Quiz | 12th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।




12th July 2024 Current Affairs in Bengali Quiz | 12th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স              

1. কোন সংস্থা সম্প্রতি 'জীবন সমর্থ' (Jeevan Samarth) উদ্যোগ চালু করেছে?

উত্তর:- LIC.

2. সম্প্রতি যুক্তরাজ্যের সংসদ নির্বাচনে কোন দল জয়ী হয়েছে?

উত্তর:- লেবার পার্টি


3. শীল নাগু কোন হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ হয়েছেন?

উত্তর:- পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট

4. কেন্দ্রীয় বাজেট 2024-25 কোন তারিখে পেশ করা হবে?

উত্তর:- 23 জুলাই

5. সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঐতিহাসিক উদয়গিরি গুহা পরিদর্শন করলেন, এটি কোন রাজ্যে অবস্থিত?

উত্তর:- ওড়িশা

6. সম্প্রতি কোন দেশ নতুন সদস্য হিসেবে সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিয়েছে?

উত্তর:- বেলারুশ

7. সম্প্রতি কোন রাজ্য সরকার 'মিত্র ভ্যান' উদ্যোগ চালু করেছে?

উত্তর:- উত্তর প্রদেশ

8. DRDO কাদের সাথে দেশীয় লাইট ট্যাঙ্ক 'জোরাভার' তৈরি করেছে?

উত্তর:- লারসেন অ্যান্ড টুব্রো


9. মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- ইরান

10. যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- রাচেল রিভস।

 

আরও পড়ুন:- 11th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post