9th July 2024 Current Affairs in Bengali Quiz | 9th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

1. ডিক শুফ (Dick Schoof) সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন?  উত্তর:- নেদারল্যান্ডস  2. কোন ব্যাঙ্ক সম্প্রতি 'MSME সহজ' সুবিধা চালু করেছে?  উত্তর:- SBI  3. জাতিসংঘের কোন সংস্থা সম্প্রতি বার্ষিক বিশ্ব ড্রাগ রিপোর্ট প্রকাশ করেছে?  উত্তর:- UNODC.  3. ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?  উত্তর:- ডাঃ বি.এন.গঙ্গাধর (Dr. B.N. Gangadhar)   4. ভারতীয় মসলা বোর্ড কার সাথে এআই টুলস তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?  উত্তর:- NIC.  5. সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন 2024 কোথায় আয়োজিত হচ্ছে?  উত্তর:- আস্তানা (Astana)   6. ভারত সফলভাবে রুদ্রম-১ (Rudram-1) ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে, এটি কোন ধরনের স্ট্রাইক মিসাইল?  উত্তর:- পৃষ্ঠ থেকে বায়ু  7. সম্প্রতি 'সম্পূর্ণতা অভিযান' (Sampoornata Abhiyaan) কে চালু করেছে?  উত্তর:- নীতি কমিশন  8. ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46 তম অধিবেশন কোন দেশ আয়োজন করেতে চলছে?  উত্তর:- ভারত  9. সম্প্রতি কেন্দ্রীয় সরকারের মুখপাত্র হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?  উত্তর:- ধীরেন্দ্রের ওঝা (Dhirendra's Ojha)   10. ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অলিম্পিক গেমসের জন্য কার সাথে অংশীদারিত্ব করেছে?  উত্তর:- BPCL.
9th July 2024 Current Affairs in Bengali Quiz | 9th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 9th July 2024 Current Affairs in Bengali Quiz | 9th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 9th July 2024 Current Affairs in Bengali Quiz | 9th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।




9th July 2024 Current Affairs in Bengali Quiz | 9th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স             

1. ডিক শুফ (Dick Schoof) সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন?

উত্তর:- নেদারল্যান্ডস

2. কোন ব্যাঙ্ক সম্প্রতি 'MSME সহজ' সুবিধা চালু করেছে?

উত্তর:- SBI.


3. জাতিসংঘের কোন সংস্থা সম্প্রতি বার্ষিক বিশ্ব ড্রাগ রিপোর্ট প্রকাশ করেছে?

উত্তর:- UNODC.

3. ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- ডাঃ বি.এন.গঙ্গাধর (Dr. B.N. Gangadhar)

4. ভারতীয় মসলা বোর্ড কার সাথে এআই টুলস তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- NIC.

5. সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন 2024 কোথায় আয়োজিত হচ্ছে?

উত্তর:- আস্তানা (Astana)

6. ভারত সফলভাবে রুদ্রম-১ (Rudram-1) ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে, এটি কোন ধরনের স্ট্রাইক মিসাইল?

উত্তর:- পৃষ্ঠ থেকে বায়ু

7. সম্প্রতি 'সম্পূর্ণতা অভিযান' (Sampoornata Abhiyaan) কে চালু করেছে?

উত্তর:- নীতি কমিশন

8. ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46 তম অধিবেশন কোন দেশ আয়োজন করেতে চলছে?

উত্তর:- ভারত


9. সম্প্রতি কেন্দ্রীয় সরকারের মুখপাত্র হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- ধীরেন্দ্রের ওঝা (Dhirendra's Ojha)

10. ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অলিম্পিক গেমসের জন্য কার সাথে অংশীদারিত্ব করেছে?

উত্তর:- BPCL.

 

আরও পড়ুন:- 8th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post