8th July 2024 Current Affairs in Bengali Quiz | 8th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

8th July 2024 Current Affairs in Bengali Quiz | 8th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
8th July 2024 Current Affairs in Bengali Quiz | 8th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 8th July 2024 Current Affairs in Bengali Quiz | 8th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 8th July 2024 Current Affairs in Bengali Quiz | 8th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  ।




8th July 2024 Current Affairs in Bengali Quiz | 8th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স            

1. ভারতের 30তম সেনাপ্রধান হিসেবে কে দায়িত্ব গ্রহণ করলেন?

উত্তর:- উপেন্দ্র দ্বিবেদী (Upendra Dwivedi)

2. যৌথ সামরিক মহড়া "মৈত্রী" ভারত এবং কোন দেশের মধ্যে আয়োজিত হলো?

উত্তর:- থাইল্যান্ড


3. দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইং প্রশিক্ষণ সংস্থা কোন রাজ্যে প্রতিষ্ঠিত হতে চলেছে?

উত্তর:- মহারাষ্ট্র

4. অনূর্ধ্ব 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 -এ ভারত মোট কতটি পদক জিতেছে?

উত্তর:- 8 টি

5. সম্প্রতি কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন পরিষদের সভাপতিত্ব গ্রহণ করেছে?

উত্তর:- হাঙ্গেরি

6. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাকে ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে নিযুক্ত করেছে?

উত্তর:- দীনেশ কার্তিক

7. ICC পুরুষদের T20 বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর:- ভারত-শ্রীলঙ্কা


8. কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি নির্মাণ পোর্টাল চালু করেছেন?

উত্তর:- জি কিষাণ রেড্ডি (G Kishan Reddy)

9. মহামারীর বিরুদ্ধে প্রস্তুতির জন্য ভারত সরকার কোন ব্যাঙ্কের সাথে একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- ADB

10. ভারত সম্প্রতি কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া 'Nomadic Elephant' শুরু করেছে?

উত্তর:- মঙ্গোলিয়া।

 

আরও পড়ুন:- 7th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post