7th July 2024 Current Affairs in Bengali Quiz | 7th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

7th July 2024 Current Affairs in Bengali Quiz | 7th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
7th July 2024 Current Affairs in Bengali Quiz | 7th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 7th July 2024 Current Affairs in Bengali Quiz | 7th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 7th July 2024 Current Affairs in Bengali Quiz | 7th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।




7th July 2024 Current Affairs in Bengali Quiz | 7th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স           

1. "World Chocolate Day" কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 7th জুলাই

2. ভারতের পরবর্তী নতুন বিদেশ সচিব হিসেবে নিযুক্ত হলেন কে?

উত্তর:- বিক্রম মিশ্রী


3. সম্প্রতি কে ১২ তম বিশ্ব হিন্দি সম্মানে ভূষিত হলেন?

উত্তর:- ড. ঊষা ঠাকুর

4. মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- সুজাতা সৈনিক (Sujata Saunik)

5. 2024 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কে 'স্মার্ট ক্যাচ অফ দ্য ম্যাচ' পুরস্কার জিতেছে?

উত্তর:- সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)

6. প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি কার জীবনের উপর ভিত্তি করে তিনটি বই প্রকাশ করেছেন?

উত্তর:- এম. ভেঙ্কাইয়া নাইডু (M. Venkaiah Naidu). 


7. Global IndiaAI Summit 2024 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?

উত্তর:- নয়াদিল্লি

8. কোন রাজ্য সরকার সম্প্রতি 'মুখ্যমন্ত্রী মাঝি লাডকি বাহিন' (Mukhyamantri Majhi Ladki Bahin) প্রকল্প চালু করেছে?

উত্তর:- মহারাষ্ট্র

9. সম্প্রতি, কোন রাজ্য সরকার ‘মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ প্রকল্প চালু করেছে?

উত্তর:- রাজস্থান

10. সম্প্রতি কে পুনরায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন?

উত্তর:- হেমন্ত সোরেন।

 

আরও পড়ুন:- 6th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post