সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 3rd July 2024 Current Affairs in Bengali Quiz | 3rd জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd July 2024 Current Affairs in Bengali Quiz | 3rd জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।
3rd July 2024 Current Affairs in Bengali Quiz | 3rd জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি ভারতের কোন রাজ্যে কয়লা গ্যাসিফিকেশন পাইলট প্রজেক্ট লঞ্চ করা হল?
উত্তর:- ঝাড়খণ্ড
2. 2025 অর্থবর্ষে প্রায় 200 টির বেশি ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত নিয়েছে কোন ব্যাঙ্ক?
উত্তর:- কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক
3. 2024 সালে অনুষ্ঠিত হতে চলা প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে নেতৃত্ব দেবেন কে?
উত্তর:- অনুশ আগারওয়াল
4. SBI জেরালেন ইন্সুরেন্সের নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- নবীনচন্দ্র ঝা
5. শততম সদস্য হিসেবে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সে যোগদান করল কোন দেশ?
উত্তর:- প্যারাগুয়ে
6. সম্প্রতি Pen Pinter Prize 2024 সম্মানে সম্মানিত হলেন কোন লেখিকা?
উত্তর:- অরুন্ধতী রায়
7. কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ 2024 জিতলেন কে?
উত্তর:- মুম্বাইয়ের লেখক সঞ্জনা ঠাকুর
8. সম্প্রতি মিনি রত্ন স্ট্যাটাস সম্মান পেল কোন কোম্পানি?
উত্তর:- সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড
9. কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে "কেরলম" রাখার জন্য রেজোলিউশন পাস হলো কোথায়?
উত্তর:- কেরল বিধানসভা
10. Gassy Cattle -এর উপর বিশ্বের প্রথম দেশ হিসেবে কার্বন ট্যাক্স চালু করতে চলেছে কোন দেশ?
উত্তর:- ডেনমার্ক।
আরও পড়ুন:- ৫০০+ গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর