অরণ্য সম্পদ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Forest Resources Important Questions Answers

 

অরণ্য সম্পদ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Forest Resources Important Questions Answers
অরণ্য সম্পদ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Forest Resources Important Questions Answers 


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি অরণ্য সম্পদ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Forest Resources Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে অরণ্য সম্পদ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Forest Resources Important Questions Answers।




অরণ্য সম্পদ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Forest Resources Important Questions Answers       

1. স্বাভাবিক উদ্ভিদ বলতে কি বোঝো?

উত্তরঃ- মানুষের প্রচেষ্টা ছাড়া প্রকৃতিতে স্বাভাবিকভাবে যে সমস্ত উদ্ভিদ জন্মায়, সেই উদ্ভিদকে স্বাভাবিক উদ্ভিদ বলে।

2. অরণ্য বলতে কি বোঝো?

উত্তরঃ- কোনো নিদিষ্ট অঞ্চলের জলবায়ু, মাটি, ভূপ্রকৃতি প্রভৃতি অনুকূল পরিবেশের সাহায্যে একসঙ্গে বহু গাছ অবস্থান করলে সেই অঞ্চলটিকে অরণ্য বা বনভূমি বলে।


3. ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদ বলতে কি বোঝো?

উত্তরঃ- সমুদ্রোপকূল বা নদী মোহানায় জোয়ারভাটার কারণে প্রচুর পরিমাণে অজৈব লবণসমৃদ্ধ মাটিতে যে বিশেষ প্রকৃতির উদ্ভিদ জন্মায়, সেই উদ্ভিদকে ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদ বলা হয়ে থাকে।

4. অরণ্য কীভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে?

উত্তরঃ- অরণ্য কার্বন ডাই-অক্লাইড শোষণ করে প্রাণীজগতের প্রয়োজনীয় অক্সিজেনের জোগান দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে।

5. ক্রান্তীয় বৃষ্টি অরণ্যাঞ্চলকে চিরগোধূলি অঞ্চল বলে কেন?

উত্তরঃ- ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের মধ্যে বড়ো বড়ো গাছগুলি এমন ঘনভাবে অবস্থান করে যে, সূর্যের আলো অরণ্যের ভেতরে প্রবেশ করতে পারে না। অরণ্যের অভ্যন্তরভাগ সবসময়ই ছায়াচ্ছন্ন থাকে। এজন্য একে চিরগোধূলি অঞ্চল বলা হয়ে থাকে।

6. ক্রান্তীয় বৃষ্টি অরণ্যাঞ্চলের গাছগুলিতে বর্ষবলয় দেখা যায় না কেন?

উত্তরঃ- ক্রান্তীয় বৃষ্টি অরণ্যাঞ্চলে ঋতুর কোনো বৈচিত্র্য না ঘটায় এখানকার গাছগুলিতে বর্ষবলয় দেখা যায় না।


7. কোন গাছের আঁশ থেকে পানামা হ্যাট তৈরি করা হয়?

উত্তরঃ- ক্রান্তীয় বৃষ্টি অরণ্যাঞ্চলে সাধারণত পাম গাছের আঁশ থেকে পানামা হ্যাট তৈরি হয়।

8. ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের দুটি মূল্যবান গাছের নাম উল্লেখ করো।

উত্তরঃ- ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের দুটি মূল্যবান গাছ হল শাল ও সেগুন।

9. ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের কোন গাছের ফুল থেকে সুরা তৈরি হয়?

উত্তরঃ- ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের মহুয়া গাছের ফুল থেকে সুরা প্রস্তুত করা হয়।

10. ভূমধ্যসাগরীয় অরণ্যের কোন্ উদ্ভিদের ফল থেকে তেল তৈরি হয়?

উত্তরঃ- ভূমধ্যসাগরীয় অরণ্যের জলপাই গাছের ফল থেকে অলিভ অয়েল প্রস্তুত করা হয়।

11. দক্ষিণ আফ্রিকার ভূমধ্যসাগরীয় অরণ্যের পুষ্পশোভিত কয়েকটি গাছের নাম উল্লেখ করো।

উত্তরঃ- দক্ষিণ আফ্রিকার ভূমধ্যসাগরীয় অরণ্যের কয়েকটি পুষ্পশোভিত গাছ হল এরিসিয়া, লোবেলিয়া, নিফোসিয়া প্রভৃতি।


12. কোন্ গাছের ছাল থেকে কর্ক উৎপন্ন হয়ে থাকে?

উত্তরঃ- কুয়্যারকাস গাছের ছাল থেকে কর্ক উৎপন্ন হয়। 

13. নিউজপ্রিন্ট উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে?

উত্তরঃ- নিউজপ্রিন্ট উৎপাদন ও রপ্তানিতে কানাডা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে।

14. কুঠারভাঙা গাছ কাকে বলা হয়ে থাকে?

উত্তরঃ- ব্রাজিলের ক্যুইব্রাকো গাছের কাঠ এত শক্ত যে, একে কুঠারভাঙা গাছ বলে।

15. ‘তৈগা’ শব্দের অর্থ কী?

উত্তরঃ- ‘তৈগা’ শব্দের অর্থ হলো পাইন বনভূমি।

16. সরলবর্গীয় গাছ কাকে বলে?

উত্তরঃ- সোজা বা সরলভাবে ওপরে উঠে যাওয়া (দীর্ঘাকৃতি) গাছকে সরলবর্গীয় গাছ বলে।

17. কাষ্ঠমণ্ড উৎপাদনে বিশ্বে কোন্ দেশ প্রথম স্থানের অধিকারী?

উত্তরঃ- কাষ্ঠমণ্ড উৎপাদনে কানাডা বিশ্বে প্রথম স্থানের অধিকারী।

18. ‘পার্কল্যান্ড' বলতে কি বোঝো?

উত্তরঃ- আফ্রিকার জিম্বাবোয়ের সাভানা তৃণভূমি ‘পার্কল্যান্ড' নামে পরিচিত।

19. ‘স্তেপস্’ বলতে কি বোঝো?

উত্তরঃ- কিরঘিজস্তানের নাতিশীতোষ্ম তৃণভূমিকে ‘স্তেপস্' বলে।

Previous Post Next Post