15th July 2024 Current Affairs in Bengali Quiz | 15th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

15th July 2024 Current Affairs in Bengali Quiz | 15th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
15th July 2024 Current Affairs in Bengali Quiz | 15th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 15th July 2024 Current Affairs in Bengali Quiz | 15th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 15th July 2024 Current Affairs in Bengali Quiz | 15th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।




15th July 2024 Current Affairs in Bengali Quiz | 15th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স                

1. LIC-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- সিদ্ধার্থ মোহান্তি

2. সম্প্রতি বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হলো কোন দেশে?

উত্তর:- ইন্দোনেশিয়া


3. সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী কোন কোন ধাতুর বাসনপত্রে ISI মার্ক বাধ্যতামূলক?

উত্তর:- স্টেইনলেস স্টীল ও এলুমিনিয়াম

4. ভাগবত গীতার উপর MA কোর্স চালু করলো কোন ইউনিভার্সিটি?

উত্তর:- IGNOU.

5. সম্প্রতি প্রকাশিত "Cost of Living City Ranking 2024" -এ শীর্ষস্থানে রয়েছে কোন শহর?

উত্তর:- হংকং

6. ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন কে?

উত্তর:- নিরাজ চোপড়া

7. সম্প্রতি প্রকাশিত "Kargil War: The Turning Point" শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- এম.বি. রবীন্দ্রনাথ

8. সম্প্রতি কোন শহরে “Grow with the Trees” নামে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে BSF?

উত্তর:- শ্রীনগর


9. সম্প্রতি Hoop কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ইনভেস্টর হলেন কোন ক্রীড়াবিদ?

উত্তর:- পিভি সিন্ধু

10. সম্প্রতি কোন রাজ্য "Best State In Horticulture" তকমা পেল?

উত্তর:- নাগাল্যান্ড।

 

আরও পড়ুন:- 14th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post