22nd July 2024 Current Affairs in Bengali Quiz | 22nd জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

22nd July 2024 Current Affairs in Bengali Quiz | 22nd জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
22nd July 2024 Current Affairs in Bengali Quiz | 22nd জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 22nd July 2024 Current Affairs in Bengali Quiz | 22nd জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd July 2024 Current Affairs in Bengali Quiz | 22nd জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




22nd July 2024 Current Affairs in Bengali Quiz | 22nd জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স                      

1. প্রথমবারের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি মিটিং আয়োজন করতে চলেছে কোন দেশ?

উত্তর:- ভারত

2. ২০২৫ সালে অনুষ্ঠিত হতে চলা প্রথম Olympics eSports Games হোস্ট করবে কোন দেশ?

উত্তর:- সৌদি আরব


3. সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশের DGP পদে পুনর্বহাল হলেন কোন সিনিয়র আইপিএস অফিসার?

উত্তর:- রাজিব কুমার

4. সম্প্রতি অনুষ্ঠিত জুনিয়র শটগান বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারতের কোন ক্রীড়াবিদ ব্রোঞ্জ পদক অর্জন করলেন?

উত্তর:- সাবিরা হ্যারিস

5. আফ্রিকাতে ম্যালেরিয়ার নতুন ভ্যাকসিন আবিষ্কার করল কোন ভারতীয় কোম্পানি?

উত্তর:- সিরাম ইনস্টিটিউট

6. অগ্নিবীরদের জন্য ১০% চাকরিতে সংরক্ষণ এবং ৬০ হাজার টাকা ভর্তুকির কথা ঘোষণা করল কোন রাজ্য সরকার?

উত্তর:- হরিয়ানা সরকার


7. সম্প্রতি রাষ্ট্রপতি দ্বারা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে কে?

উত্তর:- N. Kotiswar Sing এবং R. Mahadevan

8. বেসরকারি চাকরিতে স্থানীয়দের প্রাধান্য দিতে ৫০% – ৭৫% সংরক্ষণের বিল পাশ করল কোন রাজ্য সরকার?

উত্তর:- কর্ণাটক সরকার

9. পূর্ব সমুদ্রতটের সেরা সামরিক জাহাজের খেতাব অর্জন করল কোন জাহাজ?

উত্তর:- INS Delhi.

10. সম্প্রতি প্রকাশিত “Power Within” শিরোনামে বইটি কে লিখলেন

উত্তর:- প্রখ্যাত লেখক Dr. R Balasubramaniam.

 

আরও পড়ুন:- 21st জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post