অঙ্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mathematics MCQ Questions Answers in Bengali | PART -1

 

অঙ্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mathematics MCQ Questions Answers in Bengali
অঙ্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mathematics MCQ Questions Answers in Bengali 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি অঙ্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mathematics MCQ Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে অঙ্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mathematics MCQ Questions Answers in Bengali।




অঙ্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Mathematics MCQ Questions Answers in Bengali                      

1. দুটি সংখ্যার অনুপাত 5 : 9, যদি প্রত্যেক নাম্বার থেকে 5 বিয়োগ করা হয় তাহলে অনুপাত হয় 5 : 11 । সংখ্যা দুটি কি কি ?
(A) 16, 18
(B) 15, 27
(C) 14, 18
(D) 23, 25

উত্তর:- (B) 15, 27

2. রামু ও শ্যামের বয়সের অনুপাত 4 :5 এবং রামু ও সুনিলের বয়সের অনুপাত 5 : 6 । যদি তাদের তিন জনের বয়সের সমষ্টি 69 বছর হয়, তবে শ্যামের বয়স কত?
(A) 24 বছর
(B) 20 বছর
(C) 30 বছর
(D) 25 বছর

উত্তর:- (D) 25 বছর


3. A এবং B -এর বাৎসরিক আয়ের অনুপাত 2 : 3, এবং তাদের বাৎসরিক খরচের অনুপাত 5 : 9 । যদি প্রত্যেকে বছরের শেষে 6000 টাকা করে সঞ্চয় করে, তবে A এবং B এর আয় কত ?
(A) 24000, 16000
(B) 28000, 32000
(C) 16000, 24000
(D) 22000, 24000

উত্তর:- (C) 16000, 24000

4. A -এর আয় B -এর থেকে 10% কম এবং B -এর আয় C -এর থেকে 20% কম।C -এর আয় 200 টাকা হলে, A -এর আয় কত?
(A) 143 টাকা
(B) 145 টাকা
(C) 144 টাকা
(D) 150 টাকা

উত্তর:- (C) 144 টাকা

5. কোন সংখ্যার বর্গমূলের এক-তৃতীয়াংশ- (A) (A) 0.001 ?
(B) 0.0009
(C) 0.000001
(D) 0.000009
কোনোটিই নয়

উত্তর:- (C) 0.000001

6. কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা, মাথার সংখ্যার দ্বিগুনের থেকে 12 বেশি। গরুর সংখ্যা কত?
(A) 4
(B) 5
(C) 7
(D) 6

উত্তর:- (D) 6

7. 8.31 + 0.6 + 0.69 -এর মান কত?
(A) 8.912
(B) 8.21
(C) 9.6
(D) 9.12

উত্তর:- (C) 9.6


8. 150 মিলিলিটার, 3.5 লিটারের কত শতাংশ ?
(A) 3²/₇ %
(B) 4²/₇%
(C) 5²/₇%
(D) 6²/₇%

উত্তর:- (B) 4²/₇%

9. 8³ + 9³ - 7³ = ?
(A) 898
(B) 888
(C) 788
(D) 998

উত্তর:- (A) 898

10. 3 এবং 192 এর মধ্য সমানুপাতী কত?
(A) 24
(B) 26
(C) 22
(D) 28

উত্তর:- (A) 24

 

আরও পড়ুন:- ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF 

Previous Post Next Post