সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভার্সাই সন্ধি সম্বন্ধে সংক্ষিপ্ত টীকা | Varshai Sandhi in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভার্সাই সন্ধি সম্বন্ধে সংক্ষিপ্ত টীকা | Varshai Sandhi in Bengali।
ভার্সাই সন্ধি সম্বন্ধে সংক্ষিপ্ত টীকা | Varshai Sandhi in Bengali
■ প্রশ্ন:- ভার্সাই সন্ধি সম্বন্ধে সংক্ষিপ্ত টীকা লেখো। (About Varshai Sandhi).
■ উত্তর:- ❏ ভার্সাই সন্ধি:- প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানির মধ্যে যে সন্ধিটি ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ শে জুন স্বাক্ষরিত হয় তা ভার্সাই সন্ধি নামে পরিচিত।
■ শর্তাবলি:- এই সন্ধির প্রধান শর্তগুলি ছিল—
● (১) জার্মানিকে যুদ্ধ-অপরাধী ঘোষণা করে জার্মানির স্থল, জল ও বিমানবাহিনী ভেঙে দেওয়া।
● (২) জার্মানিতে বাধ্যতামূলক সামরিক শিক্ষাদান ও সমরাস্ত্র নির্মাণ নিষিদ্ধ করা।
● (৩) জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করে ৬৬০ কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে বলা হয়।
● (৪) কাইজার দ্বিতীয় উইলিয়াম, তাঁর সভাসদ এবং সেনাপতিদের বিচারের জন্য মিত্রপক্ষের হাতে ছেড়ে দিতে হবে।
● (৫) ফ্রান্সকে আলসাস ও লোরেন, বেলজিয়ামকে ইউপেন, ম্যালমেডি ও মরিসনেট, ডেনমার্ককে স্লেজভিগ এবং লিথুয়ানিয়াকে মেমেল বন্দর ছেড়ে দিতে হবে।
●(৬) জার্মানির ডানজিগ বন্দরকে মুক্ত বন্দর হিসেবে ঘোষণা করা। সার উপত্যকা ১৫ বছরের জন্য ফ্রান্সকে দিতে হবে।
● (৭) ১৫ বছর পরে গণভোটের মাধ্যমে এই স্থান কোন দেশের অধীনে হবে তা ঠিক করা হবে।
● (৮) জার্মানিকে তার সুদূর প্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকাস্থিত উপনিবেশগুলিকে ছেড়ে দিতে হবে।
● (৯) জাতিসংঘ প্রতিষ্ঠা করা হবে।
■ ভার্সাই সন্ধির গুরুত্ব:- জার্মানরা এই সন্ধিকে একতরফা, জবরদস্তি, চাপিয়ে দেওয়া সন্ধি বলে অভিহিত করে। ন্যায় বিচারের মাধ্যমে এই সন্ধি স্বাক্ষরিত হয়নি। ফলে জার্মানরা এই সন্ধি নিতান্ত বাধ্য হয়ে মেনে নিলেও তাদের অন্তরে প্রতিহিংসার আগুন ধিকিধিকি জ্বলতে থাকে (The treaty of Versailles sowed the seeds of World War II.)
আরও পড়ুন:- 250+ ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর