সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | আন্তর্জাতিক কবিতা- "পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন" | Parate Jane emana eak majurera prasna . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | আন্তর্জাতিক কবিতা- "পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন" | Parate Jane emana eak majurera prasna ।
উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | আন্তর্জাতিক কবিতা- "পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন" | Parate Jane emana eak majurera prasna
■ বিকল্পধর্মী প্রশ্নোত্তর:: [ মান- ১ ]
1. “সেখানে কি সবাই প্রসাদেই থাকত?” কোথায় থাকার কথা এই কবিতায় বলা হয়েছে?
(ক) লিমা থাকার কথা (খ) বাইজেনটিয়াম থাকার কথা (গ) ব্যাবিলন থাকার কথা (ঘ) আটলান্টিস থাকার কথা।
উত্তর:- (খ) বাইজেনটিয়াম থাকার কথা
2. ব্যাবিলনের অবস্থান কোন দেশে?
(ক) আমেরিকায় (খ) জাপানে (গ) চিনে (ঘ) ইরাকে
উত্তর:- (ঘ) ইরাকে
3. দ্বিতীয় ফ্রেডরিক জিতেছিলেন কত বছরের যুদ্ধে?
(ক) চার বছরের যুদ্ধে জিতেছিলেন (খ) সাত বছরের যুদ্ধে জিতেছিলেন (গ) এক বছরের যুদ্ধে জিতেছিলেন (ঘ) পাঁচ বছরের যুদ্ধে জিতেছিলেন।
উত্তর:- (খ) সাত বছরের যুদ্ধে জিতেছিলেন।
4. ‘গলদের’ নিপাত করেছিলেন— কার কথা বলা হয়েছে?
(ক) আলেকজান্ডারের কথা (খ) সিজারের কথা (গ) দ্বিতীয় ফ্রেডরিকের কথা (ঘ) হিটলারের কথা
উত্তর:- (খ) সিজারের কথা
5. “সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?” উদ্ধৃত পন্থটির মাধ্যমে রাজমিস্ত্রিদের কোন সন্ধ্যার কথা উল্লেখ করা হয়েছে?
(ক) চিনের প্রাচীর তৈরির শেষের সন্ধ্যার কথা (খ) তাজমহল তৈরির শেষের সন্ধ্যার কথা (গ) মনুমেন্ট তৈরির শেষের সন্ধ্যার কথা (ঘ) ভিক্টোরিয়া তৈরির শেষের সন্ধ্যার কথা।
উত্তর:- (ক) চিনের প্রাচীর তৈরির শেষের সন্ধ্যার কথা।
■ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [ মান- ১ ]
1. “নিদেন একটা রাঁধুনি তত ছিল?” কার সাথে, কখন রাঁধুনি থাকবে?
উত্তর:- রোমের সুখ্যাত সেনাপতি জুলিয়াস সিজার যখন গলদের ধ্বংস করছিলেন তখন তার সাথে রাঁধুনি থাকার কথাই এখানে বলা হয়েছে।
2. “…ম্পেনের ফিলিপ কেঁদেছিল খুব।” ম্পেনের ফিলিপে কান্নার কারণ লেখক ?
উত্তর:- আর্মাডা ছিল স্পেন সম্রাট ফিলিপের গর্বস্বরূপ। ব্রিটিশ রণতরী বাহিনীর হাতে আর্মাডা বিধ্বস্ত হওয়ার ফলে ফিলিপের শোক ও পরিতাপের শেষ ছিল না, তাই সে কেঁদেছিল।
3. “ভারত জয় করেছিল আলেকজান্ডার”– আলেকজান্ডারের ভারত জয়ের ইতিহাসকে কবি কীভাবে দেখেছেন?
উত্তর:- আলেকজান্ডার ভারত জয় করেছিলেন, একথা সত্য। কিন্তু আলেকজান্ডারের এই জয় একার দ্বারা ছিল না। যে সাধারণ সৈনিকদের নির্ভীকতায় ও আত্মদানে ভারতবিজয় সম্ভব হয়েছিল, ইতিহাস কিন্তু তাদের মনে রাখেনি।
4. “খরচ মেটাত কে?” কীসের খরচ মেটানোর কথা এখানে বলা হয়েছে?
উত্তর:- দশ-দশ বছরে কত অতি প্রভাবশালী মানুষদের উপস্থিতি কবি দেখেছেন, তাদের জীবনধারণ ও সুখস্বাচ্ছন্দ্যের ব্যয়ভারের কথাই এখানে বলা হয়েছে।
5. “কে আবার গড়ে তুলল এতবার?” উদ্ধৃত পঙক্তিটির মাধ্যমে কী গড়ে তোলার কথা কবিতায় বলা হয়েছে?
উত্তর:- কবিতার আলোচ্য পঙক্তিটিতে ব্যাবিলন সভ্যতা গড়ে তোলার কথাই ব্যক্ত করা হয়েছে।
6. “রাজারা কি পাথর ঘাড়ে করে আনত?” -এই উক্তিটির দ্বারা এখানে কী বোঝানো হয়েছে?
উত্তর:- উদ্ধতাংশটির দ্বারা বোঝানো হয়েছে যে, থিবসের নির্মাণকর্মে রাজাদের কোনো সক্রিয় ভূমিকা ছিল না। ভূমিকা ছিল রাজমিস্ত্রি ও সাধারণ সৈনিকদের।
7. “যখন সমুদ্র তাকে খেল” কাকে খাওয়ার কথা এখানে বলা হয়েছে? তখন কী হয়েছিল?
উত্তর:- আলোচ্য পঙক্তিটির মাধ্যমে আটলান্টিসকে খাওয়ার কথাই বলা হয়েছে। আটলান্টিস যখন সমুদ্রের অতল গর্ভে তলিয়ে যাচ্ছিল তখন ক্রীতদাসের জন্য চিৎকার করে উঠেছিল।
8. “কাদের জয় করল সিজার?” সিজার কে ছিলেন? সিজার কাদের জয় করেছিল?
উত্তর:- সিজার ছিলেন প্রবল শক্তিমান রোমনসম্রাট। তার জন্ম হয়েছিল প্রায় ১০০ খ্রিস্টপূর্বাব্দে। ফরাসি দেশের আদি অধিবাসী দুর্ধর্ষ ‘গল’ উপজাতিদের জয় করেছিলেন এই রোমন সম্রাট সিজার।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF