সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- মানুষ-পরিবেশ আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া | Human-Environment Interrelationship and Interaction . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- মানুষ-পরিবেশ আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া | Human-Environment Interrelationship and Interaction।
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- মানুষ-পরিবেশ আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া | Human-Environment Interrelationship and Interaction
1. পশ্চিমবঙ্গে কত সালে আয়লা ঘূর্ণিঝড় হয়েছিল?
উত্তর:- 2009 সালে
2. 2014 সালের অক্টোবর মাসে ভারতে কোন ঘূর্ণিঝড় হয়েছিল?
উত্তর:- হুদহুদ
3. কত সালে ভারতে কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ গঠিত হয়েছে?
উত্তর:- 1954 সালে
4. কত সালে ভারতের ওড়িশা উপকূলে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় হয়েছিল?
উত্তর:- 1999 সালের 29 অক্টোবর
5. কোন দশকটিকে আন্তর্জাতিক প্রাকৃতিক বিপর্যয় নিরসন দশক হিসেবে ঘোষিত হয়েছে?
উত্তর:- 1990-2000
6. ট্রেস ইন্টিকৈটরের দ্বারা কোন তথ্য জানতে পারা যায়?
উত্তর:- দুর্যোগ ও বিপর্যয়
7. বন্যা নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো।
উত্তর:- বনসৃজন, জলাধার নির্মাণ, জলাশয় খনন, নদীনিকাশি উন্নত করা, বন্যার পূর্বাভাস দেওয়া, সচেতনতা বৃদ্ধি করা।
8. দুটি জৈব দুর্যোগের উল্লেখ করো।
উত্তর:- জনসংখ্যা বিস্ফোরণ ও ইউট্রোফিকেশন
9. বিপর্যয়ের বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর:- বিপর্যয় মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে; প্রচুর প্রাণহানি ও সম্পত্তিহানি ঘটায়; বিপর্যয় বিভিন্নভাবে উপস্থিত হতে পারে। কখনো হঠাৎ আবার কখনো ধীরে; এর ফলে পরিবেশের গুণগত মান হ্রাস পায়; বিপর্যয় প্রাকৃতিক বা মানবিক উভয় কারণেই হতে পারে।
10. ভারতের বিপর্যয়প্রবণ এলাকাগুলির নাম লেখো।
উত্তর:- ভারতের বিপর্যয়প্রবণ এলাকাগুলি হলো হিমালয় পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গ, ওড়িশা, গুজরাতের উপকূল, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ইত্যাদি।
11. পৃথিবীর বিপর্যয়পূর্ণ এলাকার নাম কী?
উত্তর:- পৃথিবীর বিপর্যয়পূর্ণ এলাকার নাম হলো- পাত সীমান্ত এলাকা, ক্যারিবিয়ান সাগর (হ্যারিকেন), চিনসাগর (টাইফুন), ভারতীয় উপমহাদেশ (সাইক্লোন), অস্ট্রেলিয়া (উইলি-উইলি) ব-দ্বীপ সন্নিহিত অঞল (ভারত, বাংলাদেশ), উম্ন মরু অঞ্চল (উত্তর-পশিচম ভারত, পাকিস্তান) উত্তর আফ্রিকার সাহারা, দক্ষিণ আমেরিকার আটাকাম মরুভূমি ইত্যাদি।
12. সুনামি বলতে কি বোঝো?
উত্তর:- সমুদ্র তলদেশে প্রবল ভূমিকম্পের ফলে সমুদ্রের উপরের জলরাশি বিশালাকৃতির জলোচ্ছাসের রূপ ধারণ করে উপকূলের উপরে আছড়ে পড়ে একেই জাপানি ভাষায় সুনামি বলা হয়ে থাকে।
13. অগ্ন্যুৎপাত বলতে কি বোঝো?
উত্তর:- ভূঅভ্যন্তরে প্রচণ্ড তাপ, চাপ ও তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির কারণে ভূত্বকের কোনো দুর্বল স্থান দিয়ে প্রচণ্ড বেগে যে গলিত উত্তপ্ত তরল পদার্থ বাইরে বের হয়, তাকে অগ্ন্যুৎপাত বলা হয়ে থাকে।
14. ভূমিকম্পের দেশ কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- জাপানকে
15. ভূমিধস বলতে কি বোঝো?
উত্তর:- পাহাড়ের ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে শিলাচূর্ণ, মৃত্তিকা, পাথরের খণ্ড হঠাৎ নেমে আসাকেই বলা হয়ে থাকে ভূমিধস।
16. খরা বলতে কি বোঝো?
উত্তর:- খরা বলতে বোঝায় সাধারণত স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় 75% কম বৃষ্টি হলে, তাকে খরা বলা হয়ে থাকে।
17. বন্যা বলতে কি বোঝো?
উত্তর:- বর্ষার জল, হিমবাহ গলিত জল নদীতে এসে মিশলে নদীর জল দুই কূল ছাপিয়ে পার্শ্ববর্তী এলাকাকে জলমগ্ন করে তোলে, তখন সেই পরিস্থিতিকে তাকে বলা হয় বন্যা।
18. ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলতে কি বোঝো?
উত্তর:- কোনো স্থানে বায়ুর চাপ হঠাৎ হ্রাস পেয়ে নিম্নচাপের সৃষ্টি হলে প্রবল বেগে পার্শ্ববর্তী অঞ্চল থেকে ঘূর্ণির মতো বায়ুর ধেয়ে আসাকে বলা হয়ে থাকে সাইক্লোন।
19. হড়পা বান বলতে কি বোঝো?
উত্তর:- উচ্চ অববাহিকায় অল্প সময়ে হঠাৎ অত্যন্ত তীব্র গতিতে নদীখাতের মধ্য দিয়ে জল প্রবাহিত হলে নদীর দুই কূল অত্যন্ত জলমগ্ন হয়ে পড়ে, একে হড়পা বান বলা হয়ে থাকে।
20. সব দুর্যোগ বিপর্যয় হয় না কেন?
উত্তর:- বিপর্যয় হলো দুর্যোগের ফলস্বরূপ। দুর্যোগ হলো প্রাকৃতিক বা মানবসৃষ্ট একটি ঘটনাবলি। সুতরাং দুর্যোগ সবসময় বিপর্যয় নাও হতে পারে। কিন্তু বিপর্যয় আসে দুর্যোগের হাত ধরেই। তাই সব দুর্যোগ বিপর্যয় হয় না।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF