মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "বাংলা ভাষায় বিজ্ঞান" | Science in Bengali Language Questions Answers

 

মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "বাংলা ভাষায় বিজ্ঞান" | Science in Bengali Language Questions Answers
মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "বাংলা ভাষায় বিজ্ঞান" | Science in Bengali Language Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "বাংলা ভাষায় বিজ্ঞান" | Science in Bengali Language Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "বাংলা ভাষায় বিজ্ঞান" | Science in Bengali Language Questions Answers।




মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "বাংলা ভাষায় বিজ্ঞান" | Science in Bengali Language Questions Answers             

1. 'বাংলা ভাষায় বিজ্ঞান' প্রবন্ধটি কোন্‌ গ্রন্থ থেকে গৃহীত হয়েছে?


উত্তর:- বিচিন্তা


2. ইংরেজি না-জানা পাঠকেরা কী না জানার কথা বলা হয়েছে?


উত্তর:- সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য


3. বাংলা পারিভাষিক শব্দ নেই এমন একটি ইংরেজি শব্দের উদাহরণ দাও।


উত্তর:- অক্সিজেন


4. প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিছুটা পরিচয় না থাকলে, কী বুঝতে পারা কঠিন?


উত্তর:- বৈজ্ঞানিক সন্দর্ভ


5. আক্ষরিক অনুবাদের দোষ থেকে মুক্ত না - হলে সুপ্রতিষ্ঠিত হবে না - এখানে কীসের কথা বলা হয়েছে?


উত্তর:- বৈজ্ঞানিক সাহিত্য


6. "যেসব জন্তুর শিরদাঁড়া নেই" - তাদের কী বলা হয়।


উত্তর:- অমেরুদণ্ডী


7. 'দেশের লজ্জা' শব্দবন্ধে 'দেশ' যেখানে 'দেশবাসীর' সেখানে প্রকাশিত অর্থটি উল্লেখ করো। 


উত্তর:- লক্ষণা


8. "হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড" - এখানে উক্তিটি কোন মহাকবির?


উত্তর:- কালিদাসের


9. "এই প্রবাদটি যে কত ঠিক" এখানে কোন প্রবাদের কথা বলা হয়েছে? 


উত্তর:- অল্পবিদ্যা ভয়ংকরী


10. "এই শ্রেণিতে পড়ে।"- কাদের , কোন শ্রেণিতে পড়ার কথা বলা হয়েছে?


উত্তর:- অল্পবয়স্ক ছেলেমেয়েরা এবং অল্পশিক্ষিত বয়স্ক লোকরা যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে তারা প্রাবন্ধিক উল্লেখিত প্রথম শ্রেণিতে পড়ার কথাই বলা হয়েছে।


11. "এর মানে বুঝতে বাধা হয়নি।"- কোন কথার মানে বোঝার কথা বলা হয়েছে এখানে?


উত্তর:- সংস্কার না-থাকায় ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলা জ্যামিতিতে একটি বাক্য -একটি নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার ওপর একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে -এর অর্থ বোঝার কথাই এখানে বলা হয়েছে।


12. "আমাদের সরকার ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন।" - এখানে কী মুশকিলের কথা বলা হয়েছে?


উত্তর:- এখন সরকার যেভাবে রাজকার্যে দেশি পরিভাষার ব্যাবহার শুরু করছে তাতে ইংরেজি জানা অনেক মুশকিল হয়ে পড়ছে, কারণ তাঁদের সেগুলি আবার নতুন করে শিকতে হচ্ছে।


13. "তাঁরা বিধান দিয়েছেন," - এখানে কাদের, কী বিধান দেওয়ার কথা বলা হয়েছে?


উত্তর:- কলিকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি রাসায়ানিক বস্তুর ইংরেজি সম্পর্কে যে বিধান দিয়েছিল সেই বিধানের কথাই এখানে বলা হয়েছে। 


14. "এই দোষ থেকে মুক্ত না হলে," - এখানে কোন দোষের কথা বলা হয়েছে? 


উত্তর:- বিজ্ঞান অলোচনার রচনা পদ্ধিতি কিছুতেই আয়ত্ত করতে না-পারার কারণে লেখকদের ভাষা আড়ষ্ট ও ইংরেজির অনুবাদ আক্ষরিক হয়ে যাওয়ার দোষের কথাই এখানে বলা হয়েছে।


15. লেখকের মতে, 'Sensitized Paper' -এর সঠিক বাংলা পরিভাষাটি লেখো?


উত্তর:- সুগ্রাহী কাগজ


16. "স্থানবিশেষে পরিভাষিক শব্দ বাদ দেওয়া চলে," -এই বক্তব্যের স্বপক্ষে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।


উত্তর:- 'আমেরুদন্ডি' -এই পারিভাষিক শব্দটির বদলে লেখা যায় -যেসব প্রাণীর শিরদাঁড় থাকেনা।


17. "আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন"- কোন 'ত্রিবিধ কথার' প্রসঙ্গ লেখক এখানে উল্লেখ করেছেন?


উত্তর:- (ক) অভিধা, (খ) লক্ষণা, (গ) ব্যঞ্জনা


18. "এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত।"- এখানে কোন কথাটি সব লেখককে মনে রাখাতে বলা হয়েছে?


উত্তর:- লেখকদের মনে রাখাতে হবে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া একেবারেই আবশ্যক।


19. "সাধারণ পাঠকেরা পক্ষে অনিষ্টকর।" - এখানে উক্ত মন্তব্যটি ব্যাখ্যা করো।


উত্তর:- লেখকেরা অনেক সময় ভুল তথ্য পরিবেশন করে থাকেন, যার ফলে পাঠকেরা ভুলটিকেই ঠিক ভেবে গ্রহণ করেন। প্রাবন্ধিকের মতে, এই ব্যাপারটি অত্যন্ত অনিষ্টকর।


আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post