সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- আলোক বিজ্ঞান | Light Science Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- আলোক বিজ্ঞান | Light Science Questions Answers in Bengali ।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- আলোক বিজ্ঞান | Light Science Questions Answers in Bengali
1. দৃশ্যমান আলোর তরঙ্গগদৈর্ঘ্য প্রায় কত হয়?
উত্তর:- দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় প্রায় 4000 A থেকে 8000 A পর্যন্ত বিস্তৃত।
2. শূন্য মাধ্যমে আলোর বেগের মান কত হয়?
উত্তর:- 3 108ms-1
3. রশ্মির একটি ব্যবহার উল্লেখ করো।
উত্তর:- রেডিয়োথেরাপিতে রশ্মি ব্যবহার করা হয়।
4. একগুচ্ছ লাল গোলাপফুলকে নীল আলোর মধ্যে দেখলে কী রং-এর দেখাবে?
উত্তর:- কালো।
5. দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করে থাকেন?
উত্তর:- অবতল দর্পণ।
6. সুস্থ ব্যক্তির নিকট বিন্দুর দূরত্ব কত হয়?
উত্তর:- 25 cm
7. দীর্ঘদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে?
উত্তর:- উত্তল লেন্স।
8. দীর্ঘদৃষ্টিসম্পন্ন ব্যক্তি কী ধরনের চশমা ব্যবহার করে থাকেন?
উত্তর:- ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা।
9. সাদা আলো প্রিজমের ওপর পড়লে কোন বর্ণের আলোটি বেশি কোণে বেঁকে যায়?
উত্তর:- বেগুনি বর্ণের আলো।
10. কোন দর্পণ সর্বদা অসদ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে থাকে?
উত্তর:- উত্তল দর্পণ।
11. কোন বর্ণের প্রতিসরাংক নিদিষ্ট মাধ্যমের ক্ষেত্রে সর্বাধিক হয়ে থাকে?
উত্তর:- বেগুনি বর্ণের।
12. শূন্যস্থানের পরম প্রতিসরাঙ্ক কত হয়?
উত্তর:- শূন্যস্থানের পরম প্রতিসরাঙ্ক হয় 1
13. সমান্তরাল কাচ ফলকে প্রতিসরণের ফলে আপতিত রশ্মির চ্যুতির মান কত হয়?
উত্তর:- আপতিত রশ্মির চুতির মান শূন্য হয়।
14. কোন শর্তে উত্তল লেন্স পর্দায় সদ প্রতিবিম্বের সৃষ্টি করে থাকে?
উত্তর:- বস্তু ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে থাকলে পর্দায় সদ প্রতিবিম্বের সৃষ্টি।
15. জলের ভিতরে উৎপন্ন বায়ু বুদবুদ অভিসারী না অপসারী লেন্সের মতো আচরণ করতে থাকে?
উত্তর:- অপসারী লেন্সের মতো আচরণ করে।
16. লেন্সের আলোক কেন্দ্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর:- লেন্সের আলোককেন্দ্রের মধ্যে দিয়ে নির্গত রশ্মির কোনো চ্যুতি হয় না।
17. বিবর্ধক কাঁচে কী ধরনের লেন্স ব্যবহৃত হয়ে থাকে?
উত্তর:- উত্তল লেন্স।
18. ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়ে থাকে?
উত্তর:- উত্তল লেন্স বা উত্তল লেন্স সমবায়।
19. ফোকাস বলতে কি বোঝো?
উত্তর:- গোলীয় দর্পণের ওপর একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি প্রধান অক্ষের ওপর সমান্তরালভাবে দর্পণের উপর পতিত হলে প্রতিফলনের পর তারা প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে মুখ্য ফোকাস বা ফোকাস বলা হয়ে থাকে।
20. আলোর প্রতিসরণ বলতে কি বোঝো?
উত্তর:- আলোকরশ্মি যখন একটি সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর একটি সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের ওপর তির্যকভাবে পতিত হয় তখন ওই দ্বিতীয় মাধ্যমের বিভেদতল থেকে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটতে থাকে। ওই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়ে থাকে।
21. প্রতিসরণ কোণ বলতে কি বোঝো?
উত্তর:- প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোন উৎপন্ন করে তাকে প্রতিসরণ কোণ বলা হয়ে থাকে।
22. প্রতিসারক কোণ বলতে কি বোঝো?
উত্তর:- প্রতিসারক কোণ হলো দুটি প্রতিসারক তল মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে তাকে প্রিজমের প্রতিসারক কোণ বলা হয়ে থাকে।
23. লেন্সের বক্রতা ব্যাসার্ধ বলতে কি বোঝো?
উত্তর:- লেন্সের বক্রতা ব্যাসার্ধ বলতে বোঝায় লেন্সের কোনো গোলীয় তল যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে ওই তলের বক্রতা ব্যাসার্ধ বলা হয়ে থাকে।
24. অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়ে থাকে কেন?
উত্তর:- অবতল লেন্স আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছকে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে বলে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়ে থাকে। আলোক মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের চেয়ে বেশি হলে উত্তল লেন্স অপসারী লেন্সের মতো এবং অবতল লেন্স অভিসারী লেন্সের মতো আচরণ করে থাকে।
25. ফোকাস দূরত্ব কাকে বলেবলতে কি বোঝো? অথবা, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে? চিত্রের সাহায্যে দেখাও।
উত্তর:- লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব (OF) বলা হয়ে থাকে। একে ‘ f ‘ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।
26. সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখায় কী কারণে?
উত্তর:- সবুজ পাতার ওপর সাদা আলো পতিত হলে পাতাগুলি সবুজবর্ণের আলো ছাড়া অন্য সকল বর্ণের আলো শোষণ করে কিন্তু সবুজ বর্ণের আলোকে প্রতিফলিত করতে থাকে ফলে পাতাগুলি সবুজ দেখায়।
27. নীল কাচের মধ্য দিয়ে দেখলে একটি লাল ফুলকে কালো দেখার কারণ লেখো?
উত্তর:- লাল ফুল সাদা আলোয় কেবলমাত্র লাল বর্ণের প্রতিফলিত করে, বাকি বর্ণগুলি শোষণ করে। লাল ফুল থেকে নির্গত লাল বর্ণ নীল কাচ কর্তৃক শোষিত হওয়ার ফলে চোখে কোনো আলো এসে পৌছায় না। তাই নীল কাচের মধ্য দিয়ে তাকালে লাল ফুলকে কালো রং এর দেখায়।
28. তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক কাকে বলে?
উত্তর:- তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক বলতে বোঝায় এক সেকেন্ডে কোনো মাধ্যমের মধ্যে যতগুলি পূর্ণতরঙ্গের সৃষ্টি হয়—সেই সংখ্যাকেই ওই তরঙ্গের কম্পাঙ্ক বলা হয়। কম্পাঙ্কের SI একক হল হার্জ (hertz বা Hz)।
29. আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো?
উত্তর:- বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত বিভিন্ন গ্যাসীয় অণু অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট সূর্যালোক শোষণ করে এবং এই শোষিত আলোকরশ্মিকে চর্তুদিকে বিস্তার ঘটায়, এই পদ্ধতিতে আলোর চারদিকে বিস্তৃত হওয়াকেই আলোর বিক্ষেপণ বলা হয়ে থাকে।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF