শিল্প বিপ্লব কী এবং ভারতীয় অর্থনীতিতে প্রভাব | Industrial Revolution and Impact on Indian Economy

শিল্প বিপ্লব কী এবং ভারতীয় অর্থনীতিতে প্রভাব | Industrial Revolution and Impact on Indian Economy
শিল্প বিপ্লব কী এবং ভারতীয় অর্থনীতিতে প্রভাব | Industrial Revolution and Impact on Indian Economy

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি শিল্প বিপ্লব কী এবং ভারতীয় অর্থনীতিতে প্রভাব | Industrial Revolution and Impact on Indian Economy . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে শিল্প বিপ্লব কী এবং ভারতীয় অর্থনীতিতে প্রভাব | Industrial Revolution and Impact on Indian Economy।




শিল্প বিপ্লব কী এবং ভারতীয় অর্থনীতিতে প্রভাব | Industrial Revolution and Impact on Indian Economy

প্রশ্ন:- শিল্প বিপ্লব কী? শিল্প বিপ্লব ভারতীয় অর্থনীতির ওপর কীরূপ প্রভাব বিস্তার করেছিল?

■ উত্তর:-

❏ শিল্প বিপ্লব:- মানুষের দৈহিক শ্রমের পরিবর্তে বিভিন্ন যন্ত্রের সাহায্যে পণ্য উৎপাদন প্রণালীর ক্ষেত্রে যে যুগান্তকারী পরিবর্তন ঘটেছিল তা শিল্প বিপ্লব নামে পরিচিত। আঠারো শতকে ইউরোপে বিশেষত ইংল্যান্ডে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার শিল্প বিপ্লবের অন্যতম প্রধান কারণ।


❏ ভারতীয় অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব:-

(i) কাঁচামাল সরবরাহকারী দেশে পরিণত:- ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল।
শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড ভারত থেকে যেমন সস্তায় কাঁচামাল সংগ্রহ করতে চাইল তেমনি শিল্পজাত বস্ত্র ভারতে রপ্তানি করে ভারতীয় বস্ত্র শিল্পকে ধ্বংস করতে অগ্রণী হল। 


(ii) রপ্তানি বাণিজ্যের প্রকৃতিগত পরিবর্তন:- শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে তুলো, নীল, পাট, আমদানি করতে থাকে। ইত্যাদি কাঁচামালের চাহিদা বাড়ে। রঞ্জক হিসেবে নীলের চাহিদা বৃদ্ধি পায়। ফলে কোম্পানি নীল উৎপাদন করে প্রচুর মুনাফা অর্জন করে। এভাবে ভারতের রপ্তানি বাণিজ্য ক্রমে শিল্পজাত পণ্যের পরিবর্তে কৃষিপণ্যের মধ্যেই সীমিত হয়ে পড়ে।


(iii) কৃষকদের ওপর অত্যাচার:- তুলো উৎপাদনের ক্ষেত্রে কোম্পানি কৃষকদের ওপর দৈহিক নির্যাতন করতেও পিছপা হত না। কোম্পানির কর্মচারীরা কাঁচা তুলো বিক্রির একচেটিয়া অধিকার ভোগ করায় দেশীয় তাঁতিরা সবদিক থেকে ক্ষতিগ্রস্ত হতে লাগল। উৎপাদন মূল্যের অনেক কমে তাঁতিদের কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে হত আবার কোম্পানির কর্মচারীদের কাছ থেকে চড়া দামে তুলো কিনতে হত।


(iv) কুটির শিল্পে বিশেষত তাঁত শিল্পের ধ্বংস সাধন:- রাজনৈতিক ক্ষমতা ক্রমশ কোম্পানির হস্তগত হওয়ায় দেশীয় কুটির শিল্পের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া যন্ত্রচালিত তাঁতের কাপড় এদেশের বাজারে ব্যাপকভাবে আসায় হস্তচালিত তাঁতের কাপড় প্রতিযোগিতায় এঁটে উঠতে পারল না। ফলে এদেশের তাঁতশিল্প ধ্বংসের সম্মুখীন হল।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post